বিশ্বের ২০০টি দেশ তাপ মাত্র ১,৫ডিগ্রি হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছে
অমল গুপ্ত বহরমপুর,কলকাতা :,বিশ্বে পরিবেশ প্রকৃতি র ভারসাম্য নষ্ট হয়ে গেছে। ৪৫'৫০ডিগ্রি সেলসিয়াস গরমে বিশ্ব ভুগছে।আবার ঠান্ডার সময় ডিসেম্বর মাসে তাপমাত্রা ক্রমশ হ্রাস পাচ্ছে।১৩ ডিগ্রি সেলসিয়াস নেমে গেছে।পূর্ব সিকিম ভয়ানক ঠাণ্ডা তুষার পাত বরফে আটকা পড়ে গেছে প্রায় হাজার পর্যটক কে সেনা বাহিনী উদ্ধার করেছে। পরিবেশ তাপমাত্রা নিয়ন্ত্রণে নেই। বিশ্ব জুড়ে একই অবস্থা বিশ্বের ২০০টি দেশের প্রতিনিধি কপ-২৮ ক্লাইমেট শীর্ষক এক বিশ্ব সম্মেলনে বসে পরিবেশের ভারসাম্য নিয়ন্ত্রণ নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করে। ২০০ টি দেশ ভবিষ্যতে ফসিল জাত বা খনিজ জাত কয়লা তেল ব্যবহার করা র উপর বাধা আরোপ করেছে। যানবাহনের তেল জাত গ্যাস, কয়লা খনি ,পেট্রোল ডিজেল গ্যাস বিষাক্ত কার্বন সব দূষিত করে ত নিয়ন্ত্রিত করার উপর জোর দেওয়া হয়েছে। সংবাদপত্র প্রকাশ বিশ্বের মধ্যে বাংলাদেশের ঢাকা র বাতাসে দূষিত কনা বেশি। ভারতের রাজধানী দিল্লি আশপাশ হরিয়ানা জমির ধান কাটার পর গড়া পুড়িয়ে দেওয়ার ফলে ব্যাপক ধোয়া সৃষ্ট হয় দূষণ বাড়াচ্ছে। নিয়ন্ত্রন করা হচ্ছে না। অসমের উজানে গতকাল ব্যাপক শীলা বৃষ্টি তুষার পাত হয়েছে ।ঠান্ডা গরম বেপরোয়া জঙ্গল নিধন সব নিয়ে এই বিশ্ব বিপন্ন জলের উৎস শুকিয়ে যাবে। দেড় ডিগ্রি তাপমাত্রা কমাতে পারলে বিশ্ব আবার সবুজ হবে। অক্সিজেন পাবে।এখন বাতাস অক্সিজেন পাচ্ছে না।








কোন মন্তব্য নেই