Header Ads

কান্দি শহর বড় দিন থেকেই নাট্য উৎসব শুরু

*কান্দির নাট্য উৎসব* 
মৌমিতা দাস: কান্দি 

আবার কান্দিতে ২৬তম নাট্য উৎসব অনুষ্ঠিত হবে। কান্দি রামেন্দ্রসুন্দর বিবেদী অডিটোরিয়ামে। ২৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। 
 
২৫ ডিসেম্বর সোমবার - বিকেল ৪   টায় - সূচনা পর্ব সফদর হাসমী বেদী মূলে / বিকেল ৫.০০ টায় -শুভ উদ্বোধন উদ্বোধক. সৈয়দ আব্দুল রাজ্জাক বিশিষ্ট শিক্ষা অনুরাগী. নাট্যকর্মী ও নগর কলেজ প্রতিষ্ঠিতা এবং সভাপতি ঝড় নাট্য গোষ্ঠী / সন্ধ্যা ৬.৩০ টায় - নিদের্শনা সুজিত ঠাকুর     নাটক - উংপল দও  টিনের তলোয়ার প্রয়োজনা ভারতীয় গণনাট্য সংঘ রুদ্রবীণা শাখা সিউড়ী, বীরভূম। 

২৬ ডিসেম্বর মঙ্গলবার - সন্ধ্যা ৬.৩০ টায় - নাটক পাঁচ ফোড়ন নাটককার - শর্মিলা মৈত্র, নিদের্শনা এবং  অভিনয় সুরঞ্জনা দাশগুপ্ত প্রয়োজনা চাকদহ নাট্যজন চাকদহ, নদীয়া। 


২৭ ডিসেম্বর বুধবার - বিকেল ৫.৩০ টায় - নাটক গ্রহণ. নাটক - মোহিত চট্টোপাধ্যায় নিদের্শনা - চিরঞ্জীং চ্যাটার্জী প্রয়োজনা - ঝড় নাট্য গোষ্ঠী  কান্দি / সন্ধ্যা ৬.৩০ টায় নাটক ও নিদের্শনা হরিমাধব মুখোপাধ্যায়. গনেশ গাথা প্রয়োজনা বিচিত্র নাট্য সংস্থা. কালিয়াগঞ্জ, উওরদিনাজপুর / রাত্রি ৮ টায় -  প্রয়োজনা নবীন নাট্য সংস্থা সৈয়দাবাদ, বহরমপুর. বাজাও তোমার একতারা, নাটক। মঞ্চ। আবহ। নিমার্ণ - পার্থ প্রতিম দাস। 

২৮ ডিসেম্বর বৃহস্পতিবার - সন্ধ্যা ৬.৩০ টায়  - নাটক সংলাপ কোলকাতা প্রযোজিত- চোপ আদলত চলছে নিদের্শনা- কুন্তল মুখোপাধ্যায়।

২৯ ডিসেম্বর শুক্রবার - সন্ধ্যা ৬.৩০ টায় - নাটক ,   নাটক মোহিত চট্টোপাধ্যায়  নিদের্শনা - দেবাশিস সান্যাল, স্বদেশী নক্সা, প্রয়োজনা - যুগাগ্নি বহরমপুর। 

৩০ ডিসেম্বর শনিবার -  সন্ধ্যা ৬.০০ টায় - নাটক প্রয়োজনা- ভূমিসুত থিয়েটার কোলকাতা, যন্ত্রণা, নিদের্শনা-  স্বপ্নদীপ সেনগুপ্ত, /  সন্ধ্যা ৭.৩০ টায় দোজক ভূমির ফৌজি, নাটক - জুলফিকার জিন্না, নিদের্শনা- স্বপ্নদীপ সেনগুপ্ত, বোলপুর আমার সবুজ প্রয়োজনা। 

৩১ ডিসেম্বর রবিবার - সন্ধ্যা ৬.৩০ - নাটক কাব্যকলা মনন সাংস্কৃতিক গোষ্ঠী ও দেবান্তরা আটস নিবেদিত, দ্য কাইট রানার, নিদের্শনা- প্রসেনজিং বধন ও সুমিত কুমার রায়। মূল কাহিনী  খালের হোসেইনি নাট্যরূপ - অন্তরা চ্যাটার্জী।
  সমাজ সেবারি ব্যবসায়ী নাট্যপ্রেমি পঞ্চানন দাস ব্যাক্তিগত উদ্যোগে এই নাট্য উৎসব শুরু হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.