মুর্শিদাবাদের কান্দি শহরে ঝড় নাট্য গোষ্ঠীর উৎসবে সাড়া জাগিয়ে ছে
নয়া ঠাহর ,কান্দি জেল রোড: মুর্শিদাবাদের কান্দি শহরের অন্যান্য উৎসবের পাশে বড়দিনে নাট্য উৎসব নিজস্ব স্থান করে নিয়েছে। বিশিষ্ট সমাজ সেবক , নাট্য ব্যক্তিত্ব Panchanan Das এর উদ্যোগে গত 25 বছর থেকে এই উৎসব সফলতার সঙ্গে উদযাপন করা হচ্ছে। গত 25 ডিসেম্বর নগর কলেজের প্রতিষ্ঠাতা তথা বিশিষ্ট নাট্য ব্যক্তি আব্দুর রাজ্জাক আনুষ্ঠানিকভাবে উৎসবের সূচনা করেন। সাতদিন ধরে বীরভূম , নাদিয়া, উত্তর দিনাজপুর, 'কলকাতা, বহরমপুর ও কান্দি ঝড় নাট্য গোষ্ঠী মঞ্চস্থ করবে । কান্দি Ramendra sundar প্রেক্ষাগৃহে র প্রায় 400 টি আসন্ পূর্ণ ছিল দ্বিতীয় দিনও । গতকাল নদিয়া. Chakda নাট্য জন ধর্মগ্রন্থ আর আধুনিকতার মেলবন্ধন ঘটিয়ে অদ্ভূত এক নাটক উপহার দিয়েছে। এই নাটকটি নির্দেশনা ও অভিনয় করেছেন suranjona Dasgupta, গতকাল তার হাতে ঝড় নাট্য গোষ্ঠীর souvinir আর ট্রফি তুলে দেন বিশিষ্ট সাংবাদিক অমল গুপ্ত। silpi neketoner কর্ণধার Panch anan Babu নাট্য উৎসবের মাধ্যমে কান্দি শহরের সঙ্গে সারা রাজ্যে কে পরিচয় করিয়ে দিচ্ছেন, তাই বা কম কিসে?
কোন মন্তব্য নেই