উদ্বাস্তু বাঙালি দের নাগরিকত্ব দেবে কেন্দ্র বললেন অমিত শাহ
নয়া ঠাহর;কান্দি:বঙ্গের উদ্বাস্তু বাঙালি দের নাগরিকত্ব দেবে কেন্দ্র ,সি এ চালু করবে কেন্দ্র, কোন বাধায় মানা হবে না জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি দাবি করেন লোকসভা নির্বাচনে বিজেপি কম করে 36 টি আসন পাবে। গতকাল কলকাতায় বলেন তৃণমূল সরকার দূর্নীতি কে প্রশ্রয় দেয়। কোটি কোটি টাকা দূর্নীতি করলেও "দিদি " কাউকেই গ্রেফতার করেনা। বঙ্গে স্বামী বিবেকানন্দ, চৈতন্য দেব কে নিয়ে অহেতুক বিতর্ক চালানো হচ্ছে।
কোন মন্তব্য নেই