নদী নিয়ে নেপালে উচ্চ পর্যায়ে সম্মেলনে আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চৌধুরী আমন্ত্রিত
* আমন্ত্রিত আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পার্থঙ্কর চৌধুরী
* চার দিনের আলোচনা শেষ ৮ ডিসেম্বর
নয়া ঠাহর প্রতিবেদন, দিল্লি : দক্ষিন এশিয়ার আন্তঃসীমান্ত নদ-নদী (Trans-boundary Rivers of South Asia) নিয়ে নেপালের রাজধানী কাঠমান্ডুতে ৪ থেকে ৮ ডিসেম্বর এক আন্তর্জাতিক পর্যায়ের সম্মেলনে আমন্ত্রণ ক্রমে আসাম বিশ্ববিদ্যালয়ের বাস্তু ও পরিবেশ বিজ্ঞানের ডিন অধ্যাপক পার্থঙ্কর চৌধুরী উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক সংস্থা, অক্সফাম (OXFAM International) এই সম্মেলনটির উদ্যোক্তা। দক্ষিণ এশিয়ার সব ক'টি দেশেই এদের শাখাপ্রশাখা রয়েছে। সুইডেন সরকারের অর্থানুকূল্যে এই আন্তর্জাতিক সংস্থাটি দক্ষিণ এশিয়ার সবগুলো দেশেই নদ-নদী অধ্যয়ন এবং জলবায়ু পরিবর্তনের ফলে এই সমস্ত নদ-নদী সংলগ্ন এলাকায় বসবাসকারী লোকেদের জীবন ও জীবিকার উপর প্রভাব, এবং এগুলো দূরীকরণের পন্থা পদ্ধতি ইত্যাদি বিষয়ের উপর কাজ করে আসছে।
পাশাপাশি থাকা দুটি দেশের লোকেদের জলবায়ু সহনীয় জীবিকা (Climate Resilient Livelihood in the shared habitat) শীর্ষক এক বৈঠকে অধ্যাপক চৌধুরী ছাড়াও অন্যান্য যারা যোগদান করেন, তারা হচ্ছেন, স্টকহোম এনভায়রনমেন্ট ইনস্টিটিউটের সুস্মিতা মণ্ডল, অক্সফাম এশিয়ার প্রতিনিধি সচেতা সিম, ব্রহ্মপুত্র উপত্যকা থেকে তীর্থ প্রসাদ সইকিয়া, বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ সংস্থার প্রতিনিধি মেহবুব রহমান প্রমুখ। পাঁচদিন ব্যাপী এই সম্মেলনের প্রথন তিনদিন এরকম আরও কটি গোলটেবিল অনুষ্ঠিত হবে। এগুলোর নির্যাষ হয়ে যে সিদ্ধান্তগুলো বেরিয়ে আসবে, সেই অনুযায়ী আগামী দিনগুলোতে অক্সফাম সংস্থা দক্ষিণ এশিয়ার দেশগুলোতে প্রান্তিক লোকেদের স্বার্থে কাজ করে যাবে। সম্মেলনটিতে লাওস, বাংলাদেশ, থাইল্যান্ড, নেপাল, আন্তর্জাতিক সংস্থা আই ইউ সি এন এবং নতুন দিল্লি, মায়ানমার, ইন্দোনেশিয়া, সুইডেন আদি দেশগুলো থেকে প্রায় দুই শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।








কোন মন্তব্য নেই