শিলচরে পি এন সি ইউনিয়ন এর সভা ইলোরা হোটেলে
শিলচর পিএনসি জার্নালিস্ট ইউনিয়ন অব আসামের এফিলেটেড বডি বরাক উপত্যকা সাংবাদিক সংস্থার এক সভা বৃহস্পতিবার শিলচরের ইলোরা হোটেলে অনুষ্ঠিত হয়।
বরিষ্ঠ সাংবাদিক হারাণ দের পৌরহিত্যে আয়োজিত এই সভায় সংস্থার কমিটির পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত এই কমিটিতে হারাণ দেকে সভাপতি ,সাধন পুরকায়স্থ কে সাধারণ সম্পাদক এবং বিশ্ব রূপা পুরকায়স্থ কে কোষাধ্যক্ষ করে ২১ সদস্য বিশিষ্ট বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। এতে অন্যান্য পদাধিকারী দের মধ্যে রয়েছেন উপসভাপতি মিলন উদ্দিন লস্কর ড শতানন্দ ভট্টাচার্য স্বর্নালী চৌধুরী, হিমাশীষ ভট্টাচার্য ও পি কে রায়। সাংগঠনিক সম্পাদক পদে বিপ্লব পাল চৌধুরী; সাহিত্য সম্পাদক পদে অর্জুন চৌধুরী সংস্কৃতি সম্পাদক পদে সন্তোষ চন্দ ও প্রদীপ চন্দ্র দাস এবং সহসম্পাদক পদে রাজু দে ও শঙকরী চৌধুরী ।








কোন মন্তব্য নেই