মেঘ কাটতে শীতের কাঁপন কুয়াশা চাদরে ঢাকছে সব প্রান্তর
*মেঘ সরাতেই শীতের কাঁপন, দুর্ভোগ কুয়াশায়*
মৌমিতা দাস ,কান্দি
নিম্মচাপের মেঘ কেটে যেতেই জাঁকিয়ে শীত পড়েছে জেলায় জেলায়। কোথাও পারদ নেমেছে ১০ ডিগ্ৰি সেলসিয়াসের নীচে, কোথাও রয়েছে ঠিক তার উপরেই।ভোরের দিকে কুয়াশার চাদরে মোড়া থাকছে গ্ৰাম,শহরে।সকাল খানিক গড়ালে রোদের দেখা মিলছে। আবার সন্ধ্যা পেরিয়ে রাত হলেই কুয়াশায় ঢাকছে চারপাশ।ঘন কুয়াশায় বিঘ্নিত হচ্ছে ট্রেন চলাচল।
উওরবঙ্গের পাদদেশ এবং সমতলের জেলাগুলিতে ঠান্ডার অনুভূতি বাড়তে শুরু করেছে সোমবার থেকেই। দিনের তাপমাত্রা ঘোরাফেরা করছে ১২ থেকে ১৮ ডিগ্ৰি সেলসিয়াসের মধ্যে। পাহাড় এবং সংলগ্ন এলাকায় আবহাওয়াও খারাপ। কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি ও শিলাবৃষ্টি হচ্ছে।তবে মারাত্মক ঠান্ডা এখনও উওরবঙ্গের জেলাগুলিতে পড়েনি। ডিসেম্বরের মাঝামাঝি এমন ঠান্ডা পড়া স্বাভাবিক বলেই জানাচ্ছেন আবহাওয়া দফতরের আধিকারিকরা।
বরং নিম্মচাপের মেঘ সরতেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জাঁকিয়ে শীত পড়েছে। যেমন বীরভূম, বোলপুর, মুর্শিদাবাদ, সিউডি ইত্যাদি। এই জেলার গত কয়েক দিন ধরে নামছে তাপমাত্রার পারদ।গত মঙ্গলবার জেলার তাপমাত্রা ছিল ১০.৬ ডিগ্ৰি সেলসিয়াস। আগামী কয়েক দিন তাপমাত্রা আরও কিছুটা নামবে বলে জানান আবহাওয়া দফতরের আধিকারিকরা। সোমবার মরসুমের শীতলতম দিন দেখেছেন পুরুলিয়া শীতের কামড় ছিল একই রকম।প্রবল ঠান্ডায় বেশ বেলা পর্যন্ত রাস্তায় লোকজন তেমন দেখা যায়নি। দিনভর ছিল ঠান্ডা হাওয়ার কাঁপুনি। মুর্শিদাবাদে তাপমাত্রা কমে ১০.৪ ডিগ্ৰিতে পৌঁছেছে। সকালে হালকা কুয়াশা বেলা বাড়লে উধাও হলেও উওরে হাওয়ার দাপট বজায় ছিল।
মুর্শিদাবাদে পারদ - পতন অব্যাহত। শীতে জবুথবু হতে যাচ্ছে শহর। তাপমাত্রা নেমে গিয়েছে ১০ ডিগ্রির নীচে। সোমবার মুর্শিদাবাদে তাপমাত্রা ছিল ৯.৮৮ ডিগ্রি সেলসিয়াস। অর সবোর্চ্চ তাপমাত্রা এখন থাকছে ২৪-২৭ ডিগ্রির আশেপাশে। শীতের প্রভাব পড়তে শুরু করেছে জনজীবনে। সন্ধ্যা গড়ালে রাস্তাঘাট ফাঁকা হতে শুরু করেছে। ঝড়গ্ৰাম জেলায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় এক ধাক্কায় ৪.৪ ডিগ্রি কমে গিয়েছে। মঙ্গলবার জেলায় তাপমাত্রা ১০.৫ ডিগ্রি। মঙ্গলবার ছিল এই মরসুমের দু দিনের পারদ নেমেছে। সোমবার ও মঙ্গলবার পানাগড়ে তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। সারা দিন রোদ ঝলমলে আকাশ থাকছে।
কোন মন্তব্য নেই