দেশে আবার করোনা সংক্রমন উঁকি মারছে সতর্ক স্বাস্থ্য মন্ত্রক
নয়া ঠাহর , বহরমপুর: দেশে আবার করোনা সংক্রমন উঁকি মারছে। মহারাষ্ট্র কেরালা তে সংক্রমন ভয়ের সংকেত দিয়েছে।কেরালা তে ১০ জন মারা গেছেন বলে সংবাদ সূত্রে জানা গেছে। মহারাষ্ট্র ১৩ জন আক্রান্ত হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক কোবিড বিধি মেনে চলার নির্দেশ দিয়েছে। মুখে মাস্ক , সামাজিক ভাবে দুরুত্ত বিধি মেনে চলা ভিড় কে এড়িয়ে চলা বাড়িতে এসে হাত ধোয়া ইত্যাদি নিয়ম বিধি মানার পরামর্শ দিয়েছে । দেশে নতুন প্রজাতি জে এন১ প্রকরণ সংক্রমন দেখা গেছে । করোনা সংক্রমণের উৎস দেশ চিনে নতুন ধরনের করোনা সংক্রমণের খবর এসেছে।
কোন মন্তব্য নেই