লোকসভায় হামলার প্রতিবাদ করার অপরাধে বিরোধী দলপতি অধীর চৌধরী সহ ৯২জন সংসদ সাসপেন্ড
অমল গুপ্ত, বহরমপুর, কলকাতা: লোকসভা তে দুই যুবক লাফিয়ে গিয়ে রঙের কৌটা নিয়ে রং ছাড়ানোর প্রতিবাদ করে সংসদে নিরাপত্তা প্রশ্ন তোলায় কংগ্রেস বিরোধী নেতা অধীর চৌধরী কে ২২ তারিখ পর্যন্ত সাসপেন্ড করা হয়। গত ১৪ তারিখ এ ডি o ব্রায়েন তৃণমূল কংগ্রেস গৌরব গগৈ ,তৃণমূল কংগ্রেস কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ ৪৬ জন সংসদ কে সাসপেন্ড করা হয়। সৌগত রায় কাকলী ঘোষ দস্তিদার প্রমুখ তৃণমূল দলের সংসদ দের সাসপেন্ড করা হয়। তৃণমূলের অভিযোগ প্রধান মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী বাইরে বক্তব্য রাখছেন সংসদ কে অপমান করছেন। কংগ্রেস সংসদ গৌরব গগৈ বলেন অমিত শাহ কে বাঁচাতে সাসপেন্ড করা হয়। বলেন লোকসভায় বুল ডোজার চালান হয়।সংসদ আব্দুল খালেক বলেন বিরোধীদের কণ্ঠ রোধ করা হচ্ছে। অথচ প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রী উপস্থিত থাকছেন না। আগামী কাল বিরোধী জোট ইণ্ডিয়া বৈঠক হবে। মন্ত্রী প্রহলাদ যোশীর প্রস্তাব মর্মে আজ ৩১ জন সংসদকে সাসপেন্ড করে হয়। বাকিদের ১৪তারিখে করা হয়। শীত কালীন অধিবেশনে মোট ৯২সাংসদ কে সাসপেন্ড করা হয়েছে।কাল ইন্ডিয়া জোটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় কে প্রধানমন্ত্রীর মুখ করার দাবি জানিয়েছে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। কংগ্রেস এই দাবি মানছে না। মমতা রাজ্যের শক্তিশালী দলকে প্রধান মন্ত্রীর মুখ ঠিক প্রস্তাব নেয়ার দাবি জানিয়েছেন।জাতীয় রাজনীতি মমতার পক্ষে । মমতা আজ সি পি এম এবং কংগ্রেস কে আসন ছাড়ার কথা বলেছেন। বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধরী কে আবার ইন্ডিয়া জোট লোকসভায় টিকিট দিতে পারে। মমতা বলেন পুরো সংসদ কে সাসপেন্ড করে দেওয়া হোক । গনতন্ত্রের প্রহসন চলছে।"মকারি অফ ডেমোক্রেসি" বলেছেন। ফাঁকা ময়দানে গুরুত্ত পূর্ন বিল গুলি পাশ করানোর জন্য ৯২ জনকে সাসপেন্ড করা হয়েছে বলে মমতা এভি যোগ করেছেন।আজই মুখ্য মন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কে কাল উপস্থিত থাকার জন্ ই ডি নোটিশ দিয়েছে কালকে বিরোধী জোট ইন্ডিয়া বৈঠক কে বানচাল করার চক্রান্ত করা হচ্ছে বলে কংগ্রেস অভিযোগ করেছে।
কোন মন্তব্য নেই