বরাক এর বিশিষ্ট কবি সাহিত্যিক কে অর্জুন চন্দ্র বর্মন সম্মান
*বরাকের বিশিষ্ট কবি ও সাহিত্যিকে 'অর্জুন চন্দ্র বর্মন সম্মান' প্রদান*
নুতন দিল্লি - রাজধানীর হিন্দি সাপ্তাহিক সংবাদপত্র প্রজ্ঞা মেল সাহিত্য ক্ষেত্রে সামগ্রিক অবদানের জন্য অর্জুন চন্দ্র বর্মন মেমোরিয়াল অ্যাওয়ার্ড 2023 প্রদান করলো আসামের হাইলাকান্দি জেলার প্রখ্যাত কবি ও সাহিত্যিক আশুতোষ দাসকে।
রবিবার প্রজ্ঞা মেইল আয়োজিত বহুভাষিক কবিতা উৎসব অনুষ্ঠানে এই পুরস্কার কবির অনুপস্থিতে প্রদান করা হয়। কবির পক্ষ থেকে সুপরিচিত আন্তর্জাতিক সাংবাদিক রত্নজ্যোতি দত্ত এ পুরস্কার গ্রহণ করেন।
কোন মন্তব্য নেই