Header Ads

কান্দি তে আবার বইমেলা শুরু করবেন বিধায়ক অপূর্ব সরকার

*কান্দিতে আবার বই মেলা হবে জানালেন অপূর্ব সরকার*       মৌমিতা  দাস

কান্দি তৃণমূল কংগ্রেস বিধায়ক অপূর্ব সরকার  এবার বাক্তিগত উদ্যোগো নিয়েছেন কান্দিতে বই মেলা করা। বহুদিন আগে কান্দিতে বই মেলা অনুষ্ঠিত হতো। দীর্ঘ্য দুরদশক  পর কান্দিতে বই মেলা হবে। বিধায়ক অপূর্ব সরকার  গত মঙ্গলবার জানান কান্দিতে সবলা মেলা ও অনুষ্ঠিত হবে। সোমবার কান্দির রামেন্দ্রসুন্দর বিবেদী অডিটোরিয়ামে কান্দির  মহুকুমার চারটি ব্লকের যুবো কর্মী নেতার দের সভায় যোগদিয়ে বিধায়ক অপূর্ব সরকার কান্দিতে বই মেলা ঘোষণা করেন । তার ফলে  বই প্রমীক উংসা সৃষ্টি হয়েছে ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.