"চেকা - দি রোড অফ বনস "নেতাজি কে এই বিষ প্রয়োগ করে হত্যা অভিযোগ নেতাজি গবেষক জয়দীপ মুখার্জী
নয়া ঠাহর কান্দি বহরমপুর:সুপ্রিমকোর্টের বিশিষ্ট আইনজীবী জয়দীপ Mukherjee লিখিত" চেকা -দি রোড অফ বোনস"আজ গুয়াহাটি দিস পুর প্রেস ক্লাবে উন্মোচন করবেন অসমের বিশিষ্ট সাহিত্যিক পদ্মশ্রী জয়শ্রী গোস্বামী মহন্ত। সুপ্রিম কোর্টের আইন জিবি তথা অল ইন্ডিয়া লিগ্যাল ফাউন্ডেশন সাধারণ সম্পাদক জয়দীপ Mukherjee এর আগে এই গ্রন্থটি প্রকাশ করে দেশে আলোড়ন সৃষ্টি করেছেন।তিনি প্রমাণ করে দিয়েছেন নেতাজি সুভাষ চন্দ্র বসু র বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়নি। তাকে চেকা বিষ প্রয়োগ করে হত্যা করা হয়। লিগ্যাল সেলের অন্যতম সদস্য চন্দন মজুমদার এই উন্মোচন সভা সফল করার আহ্বান জানিয়েছেন।
কোন মন্তব্য নেই