মিজো রামে এম এন এফ এগিয়ে
নয়া ঠাহর গুয়াহাটি : মিজোরাম বিধানসভা নির্বাচনে এম এন এফ্ এগিয়ে আছে । ১৩ টি আসনে।জেড পি এম ২০ আসনে।কংগ্রেস ৬টি আসনে। এবং বিজেপি ১টি আসনে। সকাল ৯ টা পর্যন্ত ফলাফল ।৪০ টি আসন মিজোরাম এর৮৫ শতাংশ মিশনারী সম্প্রদায়ের মানুষ।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোর দিয়ে বলেন মোদির গ্যারান্টি নির্বাচনে কাজ করেছে ২০২৪ লোকসভা নির্বাচনে মোদির জয় হবে। ২৪ লোকসভা নির্বাচনে জেতার গ্যারান্টি আগেই দেওয়া হয়েছে বলে মোদির হুংকার।বিরোধী জোট ইন্ডিয়া গোহারা ভাবে হারবে।উৎফুল্ল বিজেপি নেতারা আজ এই দাবি করেন।
কোন মন্তব্য নেই