Header Ads

সংসদে দর্শক আসন থেকে ঝাঁপ দুই যুবক সাংসদদের লক্ষ্য করে স্প্রে করে হুলস্থূল পরিস্থিতি

অমল গুপ্ত  কলকাতা  লোকসভায় আজ দর্শক আসন থেকে দুই  যুবক ঝাঁপ দেয়, বিজেপি আর সাংসদ দের লক্ষ্য কর বিষাক্ত বস্তুর স্প্রে করে বলে অভিযোগ করা হয়েছ।  মহীশূরের আজবিজেপি সংসদ প্রতাপ সিং দুই অজ্ঞাত যুবক কে  সদনে প্রবেশ এর পাস দিয়েছিলে। এই স্প্রে জুতোর মধ্যে লুকানো ছিল। নতুন সংসদ   ভবন আজ ২২ বছর পূর্তি উৎসব ছিল। আজ লোকসভা চলছিল ,চার জনকে গ্রেফতার করা হয়েছ। নিরাপত্তা প্রশ্নে বিরাট ফাটল ধরেছে। তৃণমূল  সাংসদ  এস পাঁজা দাবি দোষীদের গ্রেফতারের দাবি জানিয়ে বলেন বিজেপি সংসদ মহুয়া মৈত্র কে কেন বহিষ্কার করা হল? লোকসভায়  পাইপ থেকে ধুয়া   ছড়া হচ্ছিল।সাংসদরা দুই যুবক কে ধরে মারধর করে। বাইরে  এক যুবতী বলেন কিছু দাবি ছিল তাই ।দুই যুবকের লাফ   ওপ্রতিবাদ। বিজেপি সংসদ  খগেন মুর্মু ভাষণ দেওয়ার সময় সময় সংসদের ভেতরে ও বাইরে পাইপ যোগে  কালার ধোয়া    ছড়ানো হয়। কেন্দ্র উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। এদিকে  বঙ্গে বর্ধমান স্টেশন বহু পূরণ প্রায়  দুশো বছরের এক জল ট্রাংক ভেঙে পড়লে তিন জন যাত্রী নিহত ৩৪জন আহত হয়েছ ২_৩নম্বর প্ল্যাটফর্ম জল  ট্রাংক ভেঙে পড়ে। এক মহিলা সহ তিন জন  মারা গেছেন। এই ক্ষেত্রে  নিরাপত্তা জড়িত।দেশে ট্রেন  দুর্ঘটনা ঘটেই চলেছে এর  মধ্যে জল ট্রাংক স্টেশন a ভেঙে পড়ে।হাজার হাজার যাত্রী প্ল্যাটফর্ম  a ছিল। সংসদের হামলা নিয়ে প্রশ্ন হচ্ছে পাস ইস্যু করা বিজেপি সংসদ  দুষ্কৃতী দের চিনবে কি করে? সংসদে  নিরাপত্তা নেই রেল প্ল্যাটফর্ম এ ও নিরাপত্তা  নেই।  ১৩ ডিসেম্বর  সংসদ আক্রমণের মত আজ কের ঘটনা। গ্রেফতার করা এক মহিলা চিৎকার করে বলেন  তানা সাহি নাহি চলেগা। আইন  তৈরি করা সংসদ রা দুই যুবকের চুলের মুঠি ধরে মারধর করেন। তৃণমূল এক   সংসদ অভিযোগ করেন সাংসদদের মাথায় গ্যালারি তৈরি হয়েছে।  নতুন সংসদ  ভবনে নির্মাণ  ত্রুটি আছে। সংসদে ৫০০নিরাপত্তা কর্মী আছে।বডি স্কান করে  ফোর  টায়ার সিকিউরিটি  এলাকা তে বাইরের দুজন ঢুকলেন?

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.