Header Ads

লামডিং মহিলা সংগঠন নন্দিনীর অষ্টম বার্ষিক অনুষ্ঠান

নয়া ঠাহর প্রতিনিধি, লামডিং : মধ্য আসামের রেল শহর লামডিঙের মহিলা সংগঠন নন্দিনীর অষ্টম বার্ষিক অনুষ্ঠান ঘিরে ব্যাপক সাড়া পড়ল লামডিঙে। বার্ষিক অনুষ্ঠানের মঞ্চে নৃত্য পরিবেশন করে দরাজ প্রশংসা কুড়ালেন ত্রিপুরার উদীয়মান কত্থক নৃত্যশিল্পী সুস্মিতা মজুমদার। নৃত্যশিল্পী  সুস্মিতা ভারত সরকারের সাংস্কৃতিক প্রশিক্ষন ও গবেষণা কেন্দ্র  থেকে ২০২১- ২২ শিক্ষাবর্ষ থেকে ত্রিপুরার  একমাত্র নৃত্যশিল্পী হিসাবে সিনিয়র বিভাগে মেধাবৃত্তি পেয়ে আসছেন৷ তার নৃত্যগুরু  কথক শিল্পী রত্নদীপ রায়ের সঙ্গে নন্দিনীর বার্ষিক অনুষ্ঠানে রবীন্দ্র, নজরুল, শাস্ত্রীয় সহ বিভিন্ন নৃত্য প্রতিযোগিতার বিচারকের দায়িত্বও পালন করেন।  লামডিঙের সাউথ হিল কলোনি লিটলস্টার অ্যাকাডেমিতে 'যেমন খুশি সাজো' প্রতিযোগিতার মাধ্যমে সূচনা হয় নন্দিনীর  বার্ষিক অনুষ্ঠানের।
 লামডিং কালীবাড়িতে  প্রাঙ্গণে হয় অঙ্কন প্রতিযোগিতা। লামডিং রেলওয়ে ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় গান, নাচ, তবলা লহরা সহ  প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের  সূচনা করেন যোগমায়া নির্মলিয়া দেবী। তিনদিনব্যাপী বার্ষিক অনুষ্ঠানের শেষ  সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন লামডিং প্রেস ক্লাবের সভাপতি অনিমেষ মজুমদার।বিশিষ্ট নাগরিক  রাজেশ বোস, রাজা দত্ত, গৌতম রায়, প্রদীপ কর প্রমুখ। সুস্মিতা  সহ লামডিঙের   বনশ্রী আচার্য নৃত্য এবং অরুণা দে দাস গীটারে সংগীত পরিবেশন করেন। বিভিন্ন  প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রজত গোস্বামী, মনশ্রী বরঠাকুর, মন্টুলাল আচার্য, চিত্রাবলী আচার্য, রত্নদীপ রায়, সুস্মিতা মজুমদার, মনোরঞ্জন গোপ প্রমুখ।অনুষ্ঠান পরিচালনা করেন বনশ্রী আচার্য, মাম্পি তালুকদার, তনুশ্রী আচার্য, তানিয়া দে, প্রীতম আচার্য, টুম্পা  গোস্বামী। বার্ষিক অনুষ্ঠান সাফল্যের সঙ্গে শেষ হওয়ায় সকলকে ধন্যবাদ জানান নন্দিনীর সভাপতি জয়শ্রী আচার্য।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.