মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশু মৃত্যুর হার বেড়েই চলেছে অসম অনেক এগিয়ে
অমল গুপ্ত। ,বহরমপুর, গুয়াহাটি:মুসলিম জনগোষ্ঠীর কুসংস্কার বাল্য বিবাহ রোধ করা সহজ নয়।বঙ্গে এই মুসলিম জনগোষ্ঠীর ১৩,১৪ বয়সে বিয়ে হয়ে রোধ করার ক্ষেত্রে অসম এর বিজেপি সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। বাল্য বিবাহ করার অপরাধে অসমে কয়েক হাজার মুসলিম মুসলিম যুবক কে গ্রেফতার করেছে অসম পুলিশ।মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কড়া পদক্ষেপ গ্রহণ করেছেন। বঙ্গে ঠিক তার উল্টো সেখানে মুসলিম ১৫,১৬, ১৮বছর বয়সী মেয়েরা তৃণমূল দলের ভোটার। উগ্র সমর্থক। তাদের কে কেউ চটাই না। বঙ্গে সাম্প্রদায়িক ভারসাম্য নষ্ট হয়ে যেতে বসেছে। অসমের একই অবস্থা বাল্য বিবাহ রোধে সরকারে কড়া পদক্ষেপ গ্রহণ করায় বাল্য বিবাহ অনেক কমেছে।শিশু মৃত্যুর হার কমেছে।মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের সুপার বলেছেন মুসলিম জনগোষ্ঠীর প্রসূতি নারীদের পুষ্টি হীনতা রক্ত হীনতা শিশু মৃত্যুর অন্যতম কারণ। দেশের অধিকাংশ নারী পুষ্টি হীনতার শিকার। বিশেষ করে মুসলিম জনগোষ্ঠীতে পুষ্টি হীনতা বেশি হওয়ার জন্য ঘন ঘন গর্ভ ধারণ হচ্ছে বলে ডাক্তাররা বলেছেন।








কোন মন্তব্য নেই