Header Ads

বিশ্বে উষ্ণতা হ্রাস করার বার্তা দিতে বাংলাদেশের তিন যুবকের সাইকেলে বিশ্ব সফর

*সাইকেলে বাংলাদেশ থেকে ভারতে* 
 Moumita Das' Kandi
 রক্তদানে উংসাহ জোগানো, উষ্ণায়ন রোধ এবং ড্রাগমুক্ত সমাজ গড়ার বাতা ছড়াতে সাইকেলযাত্রা শুরু করেছেন বাংলাদেশের যুবক। তিন মাসের ভিসায় তিনি ভারতের বিভিন্ন প্রান্তে ঘুরে এই প্রচার চালাবেন। 
     ঢাকা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিংয়ের স্মাতক বীরকুমার তনচংগ্যার বাড়ি বাংলাদেশের রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার কুক্যাছড়ি  গ্ৰামে। নিজের দেশের নানা প্রান্তে সাইকেলে ঘুরে ঘুরে একাই প্রচার চালিয়েছেল তিনি। 
   বীরকুমার জানান, ১৬ ডিসেম্বর বাংলাদেশ থেকে রওনা দিয়েছিলেন তিনি। লক্ষ্য, ভারতের ২৯টি রাজ্যে প্রচার চালানো। পেট্রাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের পরে কলকাতা হয়ে বধমানে এসেছেন বীরকুমার। 
  এখানে থেকে যাবেন ঝাড়খণ্ড। পরের গন্তব্যস্থল ওড়িশা। তার পরে বাকি রাজ্যগুলি। ভিসার মেয়াদ শেষে ফিরবেন নিজের দেশে। বৃহস্পতিবার সন্ধ্যায় বধমান শহরে জেলাশাসকের দফতর ও বধমান স্টেশনে দেখা গিয়েছে বীরকুমারকে। তিনি জানান, সাইকেল চালানো তাঁর নেশা। নিজে নিয়মিত রক্তদান করেন। তাই চান, রক্তদানের বাতা ছড়িয়ে পড়ুক সবত্র। যে সাইকেলটি এনেছেন, সেটি পরিবেশবান্ধব।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.