Header Ads

জীবনের শেষ বেলায় রবীন্দ্র নাথ ৩০০০ ছবি এঁকে ছিলেন

জীবনের ষাট বছর বয়সে এসে একজন মানুষ ছবি আঁকতে শুরু করেন এবং শেষ পর্যন্ত স্কেচ ও ছবি মিলিয়ে প্রায় ২৫০০-৩০০০-এর মতো ছবি এঁকেছেন। এর মধ্যে কিছু সংখ্যক ছবি দেখলে হতবাক হতে হয়, উদ্ঘাটিত রহস্য আমাদের দৃষ্টি আকর্ষণ করে। তাঁর সব সমসাময়িক শিল্পীদের থেকে সম্পূর্ণ আলাদা এক ভাবনা, আলাদা এক চেতনা। অথচ তাঁর তো প্রথাগত শিল্পশিক্ষা ছিল না! এইখানেই তিনি রবীন্দ্রনাথ। সৃষ্টি যাঁর সহজাত প্রতিভা। আমরা কবি-সাহিত্যিক-গীতিকার রবীন্দ্রনাথকেই বরাবর জেনে এসেছি, ক'জন চিনেছি চিত্রকর বা শিল্পী রবীন্দ্রনাথকে! অথচ গান, কবিতা, সাহিত্য পাশাপাশি তাঁর আঁকা ছবির ভাণ্ডারও বিশাল। কোনো কোনো ক্ষেত্রে যা আবার অনায়াসে তাঁর অন্য সৃষ্টিদেরও পিছনে ফেলে দেয়! রবীন্দ্রনাথের চিত্রকর পরিচয়টা আমাদের, সাধারণ মানুষদের কাছে অনেকটাই উপেক্ষিত থেকে গেছে। আমাদের থেকে দূরে অন্তরালে থেকে গেছে আমাদেরই ঘরের এই মহামানবের মহান সৃষ্টির একটা বিরাট অংশ। কথাটা তো ভুল নয়, আসলে আমরা দেখি কিন্তু তাকাই না! ( সৌজন্য  সুজন মজুমদার)

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.