আগামী পয়লা জানুয়ারি থেকে ছুটি থাকবে না
*রাজ্যে বাড়ল এনআই অ্যাক্টের ছুটি*
ব্যাঙ্ক এবং বিমা ক্ষেত্রে রাজ্যে বাড়ল আরও তিনটি ছুটি। এ বার থেকে ওই সব ক্ষেত্রে ইংরেজি নতুন বছরের প্রথম দিন (১ জানুয়ারি) জন্মাষ্টমী এবং ছটপুজোতেও ছুটি থাকবে। মঙ্গলবার রাজ্যে সরকার নেগোশিয়েবল আইনের আওতায় এই সিদ্ধান্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করেছে। ফলে ব্যাঙ্ক, বিমা - সহ যে সব ক্ষেত্রের ছুটি এই আইনে হয়, সেখানেও অতিরিক্ত ওই দিনগুলোতে ছুটি চালু হচ্ছে। রাজ্যে সরকার কয়েকটি বিশেষ দিন ও উংসবে আলাদা করে ছুটি ঘোষণা করলেও এত দিন ব্যাঙ্ক বিমা সহ বিভিন্ন ক্ষেত্রে কমীদের জন্য তা প্রয়োজ্য ছিল না। ১ জানুয়ারি থেকেই নতুন ব্যবস্থা হবে।
ব্যাঙ্ক অফিসারদের সংগঠন আইবকের রাজ্যে সম্পাদক শুভজ্যোতি চট্টোপাধ্যায় বলেন, এনআই অ্যাক্টে অতিরিক্ত এই তিন দিন ছুটির দাবি জানিয়ে আমার গত নভেম্বরেই মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিলাম। তিনি আবেদনে সাড়া দেওয়ায় আমরা খুশি। তিনি জানান, এত দিন রাজ্যে এনআই অ্যাক্টের আওতায় বছরে ২১ দিন ছুটি পাওয়া যেত। এ বার তা তিন দিন বাড়ল। শুভজ্যোতি জানান, ব্যাঙ্ক- বিমা- সহ সংশিষ্ট ক্ষেত্রে যুক্ত কমী অফিসারদের মধ্যে অনেকেই সপরিবারে ছটপুজোর সঙ্গে ওতপ্রোত ভাবে যুক্ত। জন্মাষ্টমীর ক্ষেত্রেও একই বিষয়। ফলে বিশেষ করে তাঁরা এই দু, দিনের বাড়তি ছুটিতে বেশি উপকৃত হবেন।
কোন মন্তব্য নেই