22 জানুয়ারি অযোধ্যা রাম মন্দির উন্মোচন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্দির সেজে উঠছে
অমল গুপ্ত। কলকাতা 22 জানুয়ারী রাম মন্দির উদ্বোধন উপলক্ষে সেজে উঠছে। প্রধানমন্ত্রী 23 ডিসেম্বর রোড শো। করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী। অযোধ্যা স্টেশন এর নাম পরিবর্তন অযোধ্যা ধাম করা হয়েছে। প্রধানমন্ত্রী এয়ারপোর্ট উদ্বোধন ও করবেন। অযোধ্যা র শহরের সব বাড়ি প্রধান রাস্তা ধর্ম পথ ; নাম মন্দিরের : প্রধান রামের মূর্তি গড়ে চেন বঙ্গের সংখ্যা লঘু সম্প্রদায়ের জামাল উদ্দিন। উত্তর প্রদেশ পাঠাচ্ছে সোনার ধনু- নেপাল পাঠাচ্ছে দামী চাল ও অন্যান্য সামগ্রী। অযোধ্যা .রাস্তা ঘাট সব রঙ করার কাজ চলছে।100 দিন জ্বলবে এমন ধূপ কাটি পাঠিয়েছে গুজরাট। প্রধানমন্ত্রীর কেন্দ্র banaras ও ujjoyani কে নতুন করে সাজানোর জন্যে 1000 শতাংশ পর্যটক বৃদ্ধি পেয়েছে। অযোধ্যা র কে নতুন করে সাজানোর ফলে দেশ বিদেশের পর্যটকদের আকর্ষন বহু গুণ বেড়ে যাবে। 22 তারিখে দেশে ঘরে ঘোরে সন্ধ্যায় প্রদীপ জ্বলবে। সীতা র জন্ম স্থান জনক পুর থেকে পোশাক আসবে। পশ্চিমবঙ্গ 2 টি bonde ভারত বিলাসী ট্রেন পাচ্ছে। bangalore -মালদহের মাঝে একটি বিলাসী ট্রেন চলবে। 51 ইঞ্চি ram লালা সহ তিনটি মূর্তি থাকবে। আজ দেখা গেছে সর্বত্র joy sriram , বিজেপি poster পাশে প্রধানমন্ত্রী cut out দেখা গেছে. Krisnagare এর শিল্পী রা রাম কে নিয়ে মূর্তি তৈরি করেছে। আগামী 22 জানুয়ারি অযোধ্যা তে রামের মন্দির উন্মোচন উপলক্ষে সারা দেশ থেকে ভক্তরা আসছেন। প্রধানমন্ত্রী অযোধ্যা উন্নয়ন এ 15 হাজার 700 কোটি প্যাকেজ ঘোষনা করে বলেন মোদীর গ্যারান্টি দেশের ভরসা। মোদী যা বলে তাই করে দেখায় ফাঁকি দেই না আগামী মকর সংক্রান্ত থেকে দেশে আবার স্বচ্ছ অভিযান শুরু করা হবে। গোলাপ ফুল ছুড়ে মোদী কোন ভয়ে গোলাপ ফুল ছোড়া হল। প্রধানমন্ত্রীর রাম রাজ্য ঘোষণা দেশের সব সমস্যার সমাধান হবে কি?রাহুল গাঁধী বলেন রেলে সিনিয়র নাগরিকের consession বাতিল করা হয়েছে প্রতি class a।ট্রেনের vara বাড়ানো হয়েছে। বঙ্গের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন bonde ভারত সময়ে যাচ্ছে না। যাত্রী সুরক্ষা আগে। প্রধানমন্ত্রী আগামী 22 জানুয়ারী দেশ জুড়ে Dipaboli পালনের ডাক দেন। 15 হাজার কোটি টাকার আর্ন্তজাতিক। Balmiki এয়ারপোর্ট উন্মোচন করা হয়।
কোন মন্তব্য নেই