জে এন 1 করোনা সংক্রমণ এর নতুন প্রজাতি র দাপট সংক্রমণ বেড়েই যাচ্ছে
অমল গুপ্ত ,কান্দি জেল রোড: দেশে করোনা সংক্রমণ উদ্বেগের সৃষ্টি হয়েছে। কেরল, মহারাষ্ট্র , মুম্বই, পঞ্জাব,অসম এমনকি পশ্চিমবঙ্গ এ করোনা র নতুন verient জে এন -1 দাপট লক্ষ করা যাচ্ছে।গতকাল বঙ্গে 4 জন আক্রান্ত হয়েছে। দেশে 52 শতাংশ মানুষ এই রোগে আক্রান্ত হয়েছে। 3000 বেশি মানুষ মারা গেছে । কয়েকটি রাজ্যে করোনা বিধি লাগু হয়েছে। মুখে mask বাধ্যতামূলক করা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সব রাজ্যে সতর্ক বার্তা জারি করা হয়েছে। আগামী লোকসভা নির্বাচন আসছে বড় বড় জন সভা তে এই রোগ ছাড়িয়ে যাবে। অসমে বিদেশ থেকে আসা এক নাগরিকের করোনা আক্রান্ত এর খবর এসেছে।
কোন মন্তব্য নেই