Header Ads

সাহিত্যিক না বিপ্লবী কে ছিলেন প্রতিভা দেবী?

সাহিত্যিক নাকি বিপ্লবী?
চট্টগ্রাম অস্ত্রাগার দখলের অন্যতম নায়ক অনন্ত সিংহের তখন ফাঁসির আদেশ হয়েছে | তাঁর ফাঁসির আদেশ রদ করার জন্যে মামলা চালানোর জন্যে দরকার প্রচুর অর্থ | 
কিন্তু এই অর্থ কে জোগাড় করবে?

দায়িত্ব পড়ল একটি মেয়ের উপর | বিপ্লবী লীলা নাগের হাত ধরে স্বাধীনতা সংগ্রামে খুব অল্প বয়সে যুক্ত হয়েছিল সে | গানের গলা তাঁর ছিল ভীষণ সুন্দর | গান গেয়ে সেই অর্থ জোগাড় করেন তিনি | ফাঁসির আদেশ রদ হয়েছিল অনন্ত সিংহের | লীলাদি’র ব্যক্তিত্ত্ব, আদর্শ, সাহসিকতা তাকে এতটাই প্রভাবিত করে যে পরবর্তীতে লীলা নাগকে নিয়ে গল্প উপন্যাসের চরিত্র বানিয়েছেন তিনি | 

১৯১৫ খ্রিস্টাব্দের ১৩ মার্চ ঢাকা জেলার বিক্রমপুর পরগনার হাঁসাড়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন | বাবা তাকে দিয়েছিলেন স্বাধীনতা |  উস্তাদদের (চারুদত্ত, মেহেদি হোসেন, ভোলানাথ মহারাজ, প্রফেসর গুল মহম্মদ খাঁ) কাছে গান শিখিয়েছিলেন মেয়েকে। এরই সুবাদে মাত্র ১১ বছর বয়সে তাঁর প্রথম গানের রেকর্ড বার হয় ‘হিজ মাস্টার্স ভয়েস’ থেকে। গানের সূত্রে সান্নিধ্য লাভ করেন কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের | যদিও বুদ্ধদেব বসুর সাথে বিয়ের পর সংগীতচর্চা বেশিদূর এগোয়নি | মন দিয়েছিলেন লেখালিখিতে | সারাজীবন ধরে লিখেছেন প্রায় পঁয়তাল্লিশটির মতো উপন্যাস , অসংখ্য ছোটগল্প , ভ্রমণকাহিনি , স্মৃতিকথা , গদ্যগ্রন্থ , আত্মজীবনী প্রভৃতি। পেয়েছেন লীলা পুরস্কার, আনন্দ পুরস্কার, জগত্তারিণী গোল্ড মেডেল। তাঁর গল্প-উপন্যাস অবলম্বনে বাংলা ও হিন্দিতে সিনেমাও হয়েছে। 

ছোট থেকে বড় হওয়ার সঙ্গে সঙ্গে তিনি দেখেছেন স্বাধীনতা আন্দোলন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দুর্ভিক্ষ, সাম্প্রদায়িক হিংসা, দেশভাগ, উদ্বাস্তু সমস্যা। তাঁর লেখনীতে উঠে এসেছে এইসব ঘটনা | পুরুষতন্ত্রের কঠিন নিয়মে, সামাজিক অনুশাসনের চাপে মেয়েরা কী ভাবে দিনের পর দিন শোষিত, লাঞ্ছিত, অপমানিত হচ্ছে, তার করুণ চিত্র ফুটে উঠেছে তাঁর লেখায় |

স্বামীর মৃত্যু, পুত্রের মৃত্যু তাকে যন্ত্রনা দিয়েছে কিন্তু তাঁর কলম থামেনি | 

প্রতিভা বসুকে প্রয়াণদিবসে জানাই শ্রদ্ধা |

© অহর্নিশ
তথ্যসূত্র: ‘জীবনের জলছবি’, প্রতিভা বসু : সোমনাথ সিনহা ~ আনন্দবাজার

প্রতিভা বসুর সম্পর্কে জানতে অবশ্যই পড়ুন তাঁর নিজের আত্মজীবনী ‘জীবনের জলছবি’ । এই বই সংগ্রহে রাখার মত বই ।
আমাজন লিংক : https://amzn.to/3teLKLv

আইপিএস সুপ্রতিম সরকার বাংলার বিপ্লবীদের নিয়ে এই তথ্যসমৃদ্ধ সিরিজটি লিখেছেন কলকাতা পুলিশের সংগ্রহশালায় মজুত নথি থেকে, যত্নবান গবেষণা করে।কাহিনীগুলি থেকে বোঝা যায়, ভারতবাসী যাতে নিজেদের ভাগ্যনিয়ন্তা হতে পারে তার জন্য কী অপরিসীম ত্যাগস্বীকার করেছিলেন তরুণ বিপ্লবীরা। 
আমাদের মনে হয়েছিল, এই মহাপ্রাণ বিপ্লবীদের প্রতি সশ্রদ্ধ প্রণাম জানানোর একটি উপায় হল বর্তমান প্রজন্মের কাছে তাঁদের ত্যাগের কাহিনী পৌঁছে দেওয়া। 
পড়তেই হবে আইপিএস সুপ্রতিম সরকার মহাশয়ের "স্বাধীনতা যুদ্ধে অচেনা লালবাজার" | এই বই সংগ্রহে রাখার মত বই | 
আমাজন লিংক : https://amzn.to/3oRIbsm

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.