পশ্চিমবঙ্গে পথ দুর্ঘটনা ক্রমশ বাড়ছে দেশের মধ্যে ১১তম স্থানে আছে
* পথ দুঘর্টনায় পশ্চিমবঙ্গের স্থান একাদশ*
মৌমিতা দাস কান্দি
সারা দেশে ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে পথ দুঘর্টনায় ৫ লাখ ১৭ হাজার ৬৯০ জনের মৃত্যু ঘটেছে। এর মধ্যে কেবল ২০২২ সালে ৪ লক্ষ ৬১ হাজার ৩১২ টি পথ দুঘর্টনায় ১ লক্ষ ৬৮ হাজার ৪৯১ জনের মৃত্যু হয়েছে। বিগত বছরের তুলনায় সংখ্যা বেড়েছে ১১.৯ শতাংশ। মৃত্যুর হার বেড়েছে ৯.৪ শতাংশ।
পথ দুঘর্টনায় এমন ভয়াবহ ছবি উঠে এসেছে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের প্রকাশিত সমীক্ষায়। সেভ লাইফ ফাউন্ডেশন নামে একটি সংস্থার পরিবহন মন্ত্রী নীতির গড়কড়ি সম্প্রতি ওই রিপোর্ট প্রকাশ করেন। পথ দুঘর্টনায় পরিসংখ্যানের বিচারে সারা দেশের মধ্যে রয়েছে একাদশতম স্থানে। পথ দুঘর্টনা বেড়েছে ২.৯ শতাংশ।
সারা দেশের মোট পথ দুঘর্টনায় ৩২.৯ শতাংশ দুঘর্টনা ঘটেছে জাতীয় সড়কে। দুঘর্টনায় যত মানুষের মৃত্যু ঘটেছে তার ৩৬.২ শতাংশই জাতীয় সড়কে। পথ দুঘর্টনার সংখ্যা এবং তাতে মৃত্যুর নিরিখে উপরের দিকে রয়েছে তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র, রাজস্থান।
পশ্চিমবঙ্গে ২০২২ সালে ১৩ হাজার ৬৮৬ টি দুঘর্টনায় ৬০০২ জনের মৃত্যু ঘটেছে। পথ দুঘর্টনায় ২০২১ সালের তুলনায় মৃত্যু বেড়েছে ৩.৪৮ শতাংশ। অস্বাভাবিক গতির কারণে দুঘর্টনা ঘটেছে ২৯.৮ শতাংশ ক্ষেত্রে। মৃত্যুর ঘটনায় ৩২.৩ শতাংশ ক্ষেত্রে কারণ হিসাবে উঠে এসেছে অস্বাভাবিক জোরে গাড়ি চালানোর সমস্যা। তা ছাড়াও ভুল লেনে গাড়ি চালানো, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, মোবাইল ফোনের ব্যবহারসহ একাধিক কারণকে দুঘর্টনা পিছনে দায়ী করা হয়েছে।
রাজ্যে পথ দুঘর্টনায় ৪৮.৩ শতাংশ ক্ষেত্রে পথচারীরা দুঘর্টনার শিকার। মোট দুঘর্টনার সংখ্যার নিরিখে ২৯৩৮ জন পথচারীর মৃত্যু ঘটেছে। সাইকেল আরোহীর ক্ষেত্রে ওই সংখ্যা ২৬০ জন। বাইক, স্কুটি- সহ দু'চাকার যাত্রীদের আরোহীর ক্ষেত্রে ওই সংখ্যা ৮৬৩ জন। তবে, রাজ্যে জাতীয় সড়কে দুঘর্টনায় মৃত্যুর সংখ্যা ২০২১ সালের তুলনায় সামান্য কমেছে।
দুঘর্টনা প্রবণ এলাকাগুলিতে দুঘর্টনার কারণ চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। রাস্তার ত্রুটি মেরামত করা ছাড়াও, উপযুক্ত সংকেত ব্যবহার, সার্ভিস রোড তৈরি, মেডিক্যাল সাহায্যের পরিকাঠামো বৃদ্ধি, চালকেরা গাড়ি চালানোর সময় যাতে 'ব্লাইন্ড স্পট' দেখতে পান, তার জন্য গাড়িতে আয়না বসানো ছাড়াও পুলিশি নজরদারি- সহ একাধিক পদক্ষেপ করার কথা বলা হয়েছে।








কোন মন্তব্য নেই