Header Ads

কভিদের সময় বন্ধ করে দেওয়া পরিষেবা গুলি চালু করার দাবি

নয়া ঠাহর প্রতিনিধি: লামডিং: লামডিং রেলওয়ে ডিভিশানের বিভাগীয় রেলওয়ে ব্যবহারকারী পরামর্শদাতা কমিটির সভায় কোভিডের সময় বন্ধ হওয়া রেল পরিষেবাগুলি পুনরায় চালুর দাবি তুললেন পরামর্শদাতা কমিটির সদস্যরা৷ বুধবার 
 লামডিং ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের অফিসে অনুষ্ঠিত সভায় 
রেল সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়৷ লামডিং ডিভিশনের অতিরিক্ত ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার এম কে সিং সভাপতিত্ব করেন সভায়।রেলওয়ের বিভাগীয় বানিজ্যিক প্রবন্ধক রমেশ কুমার মাহাতো  উপস্থিত সকলকে  রেলের  বিভিন্ন  গুরুত্বপূর্ণ কাজকর্ম সম্পর্কে অবহিত করেন।আলোচনায় অংশ নিয়ে  বিধায়ক শিবু মিশ্র লামডিং রেলওয়ে  উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পাঠনপাঠনের  উন্নতি, বিভাগীয় রেলওয়ে হাসপাতালে পর্যাপ্ত কর্মী নিয়োগ এবং লামডিংয়ের জল নিকাশী  ব্যবস্থার  উন্নতির দাবি জানান।  রেলওয়ে উড়ালপুল  নিয়েও কথা বলেন তিনি।  সভায়   শিলচর থেকে নয়াদিল্লি পর্যন্ত  রাজধানী এক্সপ্রেস  চালানোর দাবি জানান শিলচর চেম্বার অফ কমার্সের প্রতিনিধি সুমন্ত সারথি ইন্দু। 
লামডিং'র  বিশ্বজিৎ রায়চৌধুরী লমডিং স্টেশনের দক্ষিণ অংশে একটি অতিরিক্ত টিকিট কাউন্টার তৈরির প্রস্তাব দেন  এবং যত তাড়াতাড়ি সম্ভব লামডিং রেলওয়ে ডিভিশনাল হাসপাতালে একজনশিশুরোগ বিশেষজ্ঞ নিয়োগের দাবি তুলেন।  পাহাড়ি অংশের  যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে আইসিএফ কোচগুলিকে এলএইচবিতে রূপান্তর করার দাবি উঠে সভায়। বৈঠকে রেলওয়ে বিভাগীয় অফিসের সিনিয়র ডিভিশনাল ইঞ্জিনিয়ার  এস কামি, ডিভিশনাল অপারেশন ম্যানেজার ডি কে মুর্মু, সিনিয়র মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সুলভ বিষ্ট, সিনিয়র ডিভিশনাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এনজি দাস, বিভাগীয় হাসপাতালের মুখ্য স্বাস্থ্য তত্বাবধায়ক  এম কে গুপ্তা, ডিভিশনাল সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার বিনোদ চৌহান, সহকারী নিরাপত্তা সুপার এ কে বিসওয়াল এবং গুয়াহাটির সহকারী বাণিজ্যিক ব্যবস্থাপক ঋতুরাজ বরঠাকুর প্রমুখ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.