Header Ads

কংগ্রেস সংসদের বাড়িতে আয়কর তল্লাশি 355কোটি টাকা উদ্ধার 40টি মেশিনে টাকা গুনছে আজও ৪০০ কোটির দিকে এগোচ্ছে

 অমল গুপ্ত , বহরমপুর ,কলকাতা;  গরীবের  হাত এ টাকা নেই  ঝাড়খণ্ড এর কংগ্রেস সাংসদ ধীরাজ  শাহ  র বাড়ি  গুদামে লকার এ  আজ৮দিন ধরে মেশিনে টাকা উদ্ধার করে গোনা চলছে।আয়কর দপ্তর রাঁচির বিভিন্ন লকার হোটেল ব্যাংক  থেকে 355কোটি টাকা উদ্ধার করে গোনা চলছে।৮দিন ধরে মেশিনে গুনছে।একবার মেশিন খারাপ হয়ে গেছে। ভারতের ইতিহাসে এত পরিমাণ টাকা এই প্রথম উদ্ধার হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন বিরোধী জোট ইন্ডিয়া চুপ কেন। উড়িষ্যা বঙ্গ ঝাড়খণ্ডের এই সংসদের  সম্পত্তির হিসাব চলছে। রাঁচি কলকাতার বিভিন্ন ক্ষেত্রে  তল্লাশী চলছে। বিরোধীদের অভিযোগ বিজেপি কোটিকোটি টাকা বিদেশী ব্যাংক  পাঠাচ্ছে।তদন্ত হচ্ছে না। গত ৮দিন থেকে টাকা গোনা চলছে। রাজ্য সভায় সদস্য ধীরাজ সাহু র বাড়ি রাঁচি বাড়ির আলমারি লকার অফিস সবক্ষেত্রে টাকার পাহাড়।  কংগ্রেস সাংসদ অধীর চৌধরী দাবি করেন এই টাকা কালো টাকা কিনা যাচাই করতে হবে। এই সাংসদ সাহু গতকাল এক বিয়ে বাড়িতে যোগ দেন। কোন প্রতিক্রিয়া নেই।বলেছেন পারিবারিক ব্যবসার টাকা। প্রসঙ্গত দেশ জুড়ে কালো টাকা কালো ব্যবসা চলছে।এই বিপুল টাকা গুনতে কয়েকশো ব্যাংক কর্মী কে নিযুক্ত করা হয়েছে। টাকা গোনার যন্ত্র একবার খারাপ হয়ে গিয়েছিল। দেশে দুহাজার টাকা বদলে  সাদা   টাকা হচ্ছে  হাজার টাকা মত দেওয়া হচ্ছে বলে অভিযোগ এসেছে। দেশে টাকা বাতিলের সময় ব্যাপক দুর্নীতি হয়েছে বহু মানুষ আত্ম হত্যার পথ বেছে নিয়েছেন।আজও দু হাজার টাকার নোট বদল নিয়ে দুর্নীতি হচ্ছে একাংশ ব্যাংক কর্মী এই দুর্নীতির সঙ্গে জড়িয়ে আছে
 বলে অভিযোগ আসছে।মাটির নীচে টাকার খাজানা ,২১ টি বিলাসী গাড়ি । আরো সিবিআই অফিসার আসছে। দুদিন বাদেই ইন্ডিয়া র বৈঠকে  কংগ্রেস তৃণমূল যোগ দেবে। এদিকে ২০ ডিসেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে মমতা  র  হাই ভোল্টেজ বৈঠক।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.