Header Ads

পশ্চিমবঙ্গে বেকার নারী সদস্যে দের মাথা মুড়িয়ে প্রতিবাদ , রাজ্যের লজ্জা দেশের লজ্জা

 নয়া ঠাহর ,কলকাতা পশ্চিমবঙ্গের লজ্জা, শিক্ষিত বেকার নারীরা মাথা মুড়িয়ে প্রতিবাদ করেন।, একহাজার  দিন ধরে সাড়ে পাঁচ হাজরের  বেশী শিক্ষিত  যোগ্য  শিক্ষক  ক্যান্ডিডেট আকাশের তলে বসে অবস্থান ধর্মঘট করছেন।  তাদের পাশে বসে সরকারি মুখপাত্র কুণাল ঘোষ  11জানুয়ারি বৈঠকের ব্যাবস্থা করেন। রাজ্যের শিক্ষা মন্ত্রী পার্থ  chottopadhyay জেলে আছেন।






কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.