Header Ads

ত্রিপুরার চার কবি কলকাতা আর্ন্তজাতিক সাহিত্য উৎসবএ সম্মানিত

নয়া ঠাহর প্রতিনিধি : আগরতলা : 
কলকাতায় সাহিত্য সুবর্ণ আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সন্মানিত হলেন  ত্রিপুরার  চার  কবি -  সাহিত্যিক।  যাদবপুর বিশ্ববিদ্যালয়ের  ইন্দুমতী সভাগৃহে অনুষ্ঠিত
 সাহিত্য উৎসবে  ত্রিপুরার  কবি সাংবাদিক জ্যোতির্ময় রায়, অভীকুমার দে, টিংকুরঞ্জন দাস এবং রতন আচার্যকে সন্মানিত করেন আয়োজকরা।  বিশ্বভারতীর 
 প্রাক্তন উপাচার্য প্রফেসর সুজিত কুমার বসু,  যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. বুদ্ধদেব সাউ, প্রাক্তন অধ্যাপক জয়ন্ত কুমার বসু, আকাশবাণী আগরতলার প্রাক্তন অধিকর্তা  সাহিত্যিক সৈয়দ কাউসার জামাল রবীন্দ্র গবেষক পার্থসারথি গায়েন প্রমুখ উপস্হিত ছিলেন উৎসবে।  উৎসবের  উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  কবি অরবিন্দ সরকার।  বাংলাদেশ, পশ্চিমবঙ্গ  এবং অসমের  কবি সাহিত্যিকরা অংশ নেন উৎসবে।  উৎসবে সকলকে  স্বাগত জানান   যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এমদাদ হোসেন।  ডঃ এমদাদ হোসেনের সম্পাদিত সাহিত্য সুবর্ণ সাহিত্য পত্র প্রকাশিত হয় উৎসবে। রবীন্দ্র নজরুল সুকান্তের গান ও নাচের সঙ্গে সঙ্গে   সাহিত্যিক বিধান পুরকাইত রচিত দীপাঞ্জন গোস্বামীর পরিচালনায় নৃত্য গীতি আলেখ্যও উপস্থাপিত হয় উৎসবে।   বাচিক শিল্পী দীপন সেনগুপ্তের উপস্থাপনাও ছিল মনোগ্রাহী।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.