অসমে অসমিয়া দের জন্যে 100 শতাংশ চাকরি সুনিশ্চিত ?বাকিদের জন্যে ? জবাব নেই
নয়া ঠাহর প্রতিবেদন
আসামের মাননীয় মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা সম্প্ৰতি বলেছেন, তিনি নাকি আসাম চুক্তি অনুযায়ী একশ শতাংশ চাকুরী অসমীয়াদের জন্য সুনিশ্চিত করেছেন। তার এই উক্তি থেকে বোঝা যায় যে আসামে বসবাসকারী বাঙালি সহ অন্যান্য ভাষিক-গোষ্ঠীর কোন অধিকার নেই। মুখ্যমন্ত্রীর এই উক্তি বা নিয়োগ প্রক্রিয়া অসাংবিধানিক ও মৌলিক অধিকারের পরিপন্থী। আসাম একটি বহু ভাষিক রাজ্য। এই রাজ্যে বিভিন্ন জাতি জনগোষ্ঠীর বাস। মুখ্যমন্ত্রী হিসেবে সমস্ত শ্রেণীর জনসাধারণের নায্য সাংবিধানিক অধিকার সুরক্ষিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। সেখানে মুখ্যমন্ত্রীর এই দৃষ্টিভঙ্গি বিভিন্ন অনসমীদের জনগোষ্ঠীকে শঙ্কিত করে তুলেছে।
মাননীয় মুখ্যমন্ত্ৰী ভালো করে জানেন আসামে অসমীয়া কারা? এর সংঙ্গা এখনও নির্ধারিত হয়নি। জোর করে আসামে বসবাসকারী সবাইকে অসমীয়া বানানোর রাজনীতি করা হচ্ছে। তার পরিণতি হবে ভয়ংকর। বড়োল্যাণ্ডে উনার এই রাজনীতি চলবে না। বরাকের মানুষের একটা পরিচয় আছে। একাদশ শহীদের রক্তের বিনিময়ে নিজেদের জাতিসত্বার পরিচয় প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠিত হয়েছে নিজেদের মাতৃভাষা বাংলার মর্যাদা। কিন্তু তা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চলছে, চলছে সাংস্কৃতিক আগ্রাসন।
চাকুরী ক্ষেত্রে বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার বাঙালিদের বঞ্চনার ইতিহাস সর্বজনবিদিত। বরাকের চাকুরী প্রার্থীরা এই সরকারের আমলে বেকারত্বের বোঝা নিয়ে আর কতদিন চলবে। তাই বিকল্প চিন্তা, চর্চা শুরু হয়েছে।
বড়োল্যাণ্ড, কার্বি আংলং, ডিমা হাসাও জেলার সরকারি কার্যসূচীতে সেখানকার সংস্কৃতিকে যেভাবে গুরুত্ব দেওয়া হয় বরাকে ও বাঙ্গালি এলাকায় বাঙ্গালি সংস্কৃতি উপেক্ষিত থাকে। এটা উদ্দেশ্য প্ৰণোদিত ভাবে করা হয়। আমাদের রাজনৈতিক দলের নেতা, মন্ত্রীরা এর প্রতিকারের কোনো ব্যবস্থা করেন না। নির্লজ্জের মতো তা মেনে নেন। 'আমরা বাঙ্গালী' দল মুখ্যমন্ত্রী ও আসাম সরকারের দৃষ্টিভঙ্গির অবিলম্বে পরিবর্তন চাই। রাজনৈতিক দল ও বিভিন্ন এনজিও নিজস্ব সংস্কৃতি ভাষাকে সরকারি, বেসরকারি অনুষ্ঠানে যেভাবে অবজ্ঞা করছেন, তাদেরকে অবিলম্বে নিজেদের ভাষা সংস্কৃতির মর্যাদাকে গুরুত্ব দিতে আহ্বান জানাচ্ছি।
সাধন পুরকায়স্হ
সচিব
আমরা বাঙ্গালী
অসম রাজ্য কমিটি
কোন মন্তব্য নেই