24'-75 কোটির নিলামে উঠলো নাইট এর ক্রিকেটার
*২৪.৭৫ কোটিতে কলকাতায় স্টার্ক
*Moumita Das
আইপিএল নিলামে ইতিহাস গড়ে মিচেল স্টার্ককে তুলে নিল কলকাতা নাইট রাইডার্স। অতীতের সব রেকর্ড চুরমার করে শাহরুখ খানের দল অস্ট্রেলিয়া পেসারকে কিনে সবাধিক ২৪.৭৫ কোটি দিয়ে। এত টাকায় আর কখনও কোনও ক্রিকেটার বিক্রি হননি আইপিএল নিলামে।
শুধু তাই নয়, এই প্রথম কোনও ক্রিকেটারের জন্য কুড়ি কোটির সীমানাও পেরিয়ে গেল আইপিএল নিলামে।
বুধবারের আগে পর্যন্ত আইপিএল সবাধিক মূল্যের ক্রিকেটার ছিলেন ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারেন। গত বারই তাঁর দর উঠেছিল ১৮.৫ কোটি। কারেনের সেই রেকর্ড দু, দু, বার ভাঙল এ দিন। প্রথমে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্সকে তীব্র লড়াইয়ের পরে সানরাইজার্স হায়দরাবাদ কিনে নেয় ২০.৫০ কোটি দিয়ে। কে ভেবেছিল, সবাধিক মূল্যের ক্রিকেটার হিসেবে কামিন্স দু, ঘন্টার বেশি স্থায়ী হবেন না। সতীর্থ ফাস্ট বোলার ছাপিয়ে যাবেন তাঁর কাপজয়ী অধিনায়ককে।
ফাস্ট বোলারদের নিয়ে এ বারের নিলামে সবচেয়ে বেশি আগ্রহ ছিল ঠিকই। কারণ বেশির ভাগ দলই এসেছিল ভাল পেসারের খোঁজ। নাইট রাইডার্স যেমন সব ফাস্ট বোলারকে ছেড়ে দিয়েছে। গৌতম গম্ভীর মেন্টর হিসেবে যোগ গিয়ে নতুন করে বোলিং আক্রমণ সাজাতে চেয়েছিলেন। তবু মিচেল স্টার্ক নিয়ে কি নিঃসংশয় থাকতে পারছিল কেকেআর-ও? মনে হয় না।
স্টার্ক শেষ বার নিলামে উঠেছিলেন পাঁচ বছর আগে। তখন কেকেআর-ই তাঁর কিনেছিল ৯.৪ কোটিতে। কিন্তু চোটের জন্য একটিও ম্যাচ খেলতে পারেননি তিনি। তবু এ বারে পেস বোলারদের তালিকায় তিনিই ছিলেন সবচেয়ে বড় নাম। তাঁর প্রধান কারণ তিনি বাঁ হাতি এবং এই মুহূর্তে ফিটনেস নিয়ে তেমন উদ্বেগ নেই। মুম্বই ইন্ডিয়ানস ও দিল্লি।
কোন মন্তব্য নেই