Header Ads

উত্তরা খণ্ড silkiyara থেকে barkot 42 কিলোমিটার দূরত্ব কমিয়ে আনার প্রকল্প চার ধাম প্রকল্প র tennel ধ্বসে 41 শ্রমিক আবদ্ধ আজ 13 দিন

 অমল গুপ্ত। :কান্দি : জেল রোড: মানুষ  চাঁদে  যাচ্ছে আর ভারতের   শ্রমিকরা  পাহাড়ের গর্ত  এ আটকে  থাকছে  বড় লজ্জার  কথা।  আজ 13 দিন অতিক্রান্ত  উত্তরা খণ্ড  র tennel  এ  41 জন শ্রমিক আজও  বন্দি  হয়ে আছেন।  গতকাল  থেকে  এক বিদেশী  যন্ত্র বিকল  খনন  করা  যন্ত্র টির  নাম  agar যন্ত্র যা  বিকল  হয়ে আছে  ।পাথর  কাটতে  পারছে না।  জাতীয়    রোড  কর্তৃপক্ষ(   এন এইচ  এ আই ) এই  tannel নির্মাণ  করেছে  silkiyar দিকে  প্রায় আড়াই  কিলোমিটার   tennel  নির্মাণ  শেষ হয়েছে।  সেখান  থেকে  30 মিটার  দূরত্বে ধ্বস নেমেছে। ধ্বস এর জায়গা  থেকে 60 মিটার  দূরে শ্রমিকরা  আটকা  পড়ে গেছে বলে সংবাদ সূত্রে প্রকাশ।   tennel  এর মাথায়  ছাদ  কংক্রিটের    সিমেন্ট   ঢেলে শক্ত  না  করে নিচে  tennel এর  কাজ  চলার সময়  নতুন  করে কাটা ছাদের  মাটি ধ্বসে  পড়ে  বলে অভিযোগ  করা হয়েছে। সেই মাটি তে  আটকে  পড়ে অত্যাধুনিক   agar মেশিন  বিকল  হয়ে যায়  ।  যে  যন্ত্র দেশে সারাা  একটাই  আছে?  দেশের    ইঞ্জিনিয়ার  রা  24 ঘন্টা ধরে কাজ  করছেন 41 টি ambulance  রেডি করে  রাখা  হয়েছে  ।হেলিকপ্টার  রাখা  হয়েছে।  এবার যন্ত্রে  নয় শ্রমিকদের  হাতে  হাতে  কাজ   করে শ্রমিকদের  উদ্ধারের  চেষ্টা  করতে হবে  বলে  জানা গেছে ।নতুন করে agar মেশিন  আনার চেষ্টা  হচ্ছে  সেই সঙ্গে  বিকল্প  tennel  তৈরির  চেষ্টা  হচ্ছে। আশার  কথা আর  অল্প টুকু বাকি আছে। আজ কালের মধ্যে  শ্রমিকরা  মুক্ত আকাশের  নিচে আসতে পারে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.