Header Ads

জমিতে রাসায়নিক ব্যবহার ও মোবাইল টাওয়ার চুম্বক রশ্মি এর জন্যে বহু ক্ষুদ্র প্রানী আজ বিলুপ্তি ঘটেছে

  
Moumita  Das;কান্দি 
এখন ওনেক প্রানী বিলুপ্ত হয়ে গেছে এর কিছু কারণ যেমন ! জমিতে রাসায়নিক সার ব্যবহার ফলে মাটি ও পরিবেশ দৃষন হয়। মাটি ও পরিবেশ দূষণের ফলে অনেক প্রানির বিলুপ্ত ঘটে যেমন ঝিঝি পোকা, যোহাটানা পোকা, শিয়াল, কেচো, ডাইনোসর, ছোটো ছোটো ক্ষুদ্র কিট প্রতঙ্গগো বিলুপ্ত ঘটে। 
মোবাইলে টাওয়ার থেকে চুম্বক কারান্টে ফলে অনেক পাখির মৃত্যু ঘটে আবার অনেক নারকোল গাছের নারকোল কোমে গেছে। সাবিক ভাবে পরিবেশ দূষণ। 
বিলুপ্ত হওয়ার প্রানীর তালিকা সবপ্রথম আসে ডাইনোসরের নাম সম্ভবত হারিয়ে যাওয়া প্রানীর তালিকা ডাইনোসরের মতো বিকল্প আর কোনো নাম সেই ভাবে আসে না। কেবল ডাইনোসর নয় গত ৫০০ মিলিয়ন বছরে ডাইনোসরের মতো পৃথিবীর থেকে অন্তত হয় প্রজাতির প্রাণীর সম্পূর্ণ বিলুপ্ত ঘটেছে। 

চড়ুই একাধারে পরিবেশবান্ধব অন্যদিকে কৃষকবান্ধব পাখি। এরা খেতের পোকামাকড় এবং আগাছার দানা খেয়ে ফসলের উপকার করে। এহেন উপকারী পাখিটিকে আমরা নানা ভাবে বিলুপ্ত করে ফেলছি। বর্তমানে চড়ুই সংরক্ষণের জন্য প্রতি বছর ২০ মার্চ দিনটি ‘বিশ্ব চড়ুই দিবস’ হিসেবে পালিত হয়। চড়ুইয়ের সংরক্ষণের জন্য ২০১০ সাল থেকে প্রতি বছর ২০ মার্চ বিশ্ব চড়ুই দিবস হিসেবে পালিত হয়।ছোটবেলায় চড়ুই আর বাবুইয়ের সঙ্গে পরিচয় হয়েছিল রজনীকান্ত সেনের একটি ছোটদের কবিতার মাধ্যমে। ‘স্বাধীনতার সুখ’ নামের সেই কবিতাটিতে চড়ুই পাখির অট্টালিকায় থাকার সুখ আর বাবুইয়ের নিজ বাসায় থাকার স্বাধীনতার কথা অসাধারণ ভাবে বর্ণনা করা হয়েছে।কিন্তু বর্তমানে চিত্রটা আমূল বদলে গিয়েছে। আজকের দিনে বাবুইয়ের যেমন স্বাধীনতা নেই, তেমনিই চড়ুইয়ের অট্টালিকার অহঙ্কারও শেষ হয়ে হয়ে গিয়েছে মানুষের আগ্ৰাসন আর সর্বগ্ৰাসী লোভের ফলে।

পার্বত্য চট্টগ্রাম আর ঢাকা বিভাগের উত্তরে বাস করত গৌর বা বন্য গরু। গৃহপালিত গরুর এই পূর্বপুরুষরা আকার-আকৃতিতে বিশাল, প্রায় ছয় ফুট উঁচু এবং তদানুপাতে লম্বা। মাংসের লোভে মানুষের নির্বিচারে শিকারের কারণেই বিলুপ্ত হয়ে যায় বন্য গরু। খুব সম্ভবত বাংলাদেশের শেষ গৌরটিকে শিকার করা হয় ১৯৭১ সালে, টেকনাফের জঙ্গলে।

গবেষকদের তথ্য অনুযায়ী, ১৯৪০-এর দশকেও সুন্দরবন অঞ্চলে বন্য মহিষ দেখা যেত। কাদা পানিতে থাকতে এরা পছন্দ করত। শিকার আর গৃহপালিত পশু থেকে ছড়ানো মারাত্মক সব রোগের প্রাদুর্ভাবে এরা বিলুপ্ত হয়ে যায়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.