বড় মুখের. শিশির মধ্যে গরম খিচুড়ি বড় মুখের পাইপলাইন যোগে আবদ্ধ শ্রমিকদের কাছে পাঠানো হচ্ছে
নয়া ঠাহর। কান্দি জেল রোড:গত 9 দিন ধরে আবদ্ধ 41 শ্রমিক আগে বলা হয়েছিলো 40 জন আটকে পড়েছে। এখন একটু আশার আলো দেখা যাচ্ছে ।বড় মুখের পাইপলাইন ব্যবহার করে গরম খিচুড়ি নানা ফল গরম জল পাঠানো শুরু হয়েছে । এবার রোবট পাঠানোর চেষ্টা চলছে। আর ধ্বসে কবলে পড়তে হবে না। তবে একাংশ শ্রমিকদের মানসিক অবস্থা খারাপ হয়ে গেছে কান্না কাটি করছে বলে সংবাদ সূত্রে প্রকাশ। আগেকার দিনে সাধারন মানুষ পাহাড় ভেঙে অনেক কষ্ট করে তীর্থ স্থানে যেতেন সাধু রা








কোন মন্তব্য নেই