41 জন শ্রমিকের উদ্ধার অভিযান অনিশ্চয়তা মুখে পড়লো পাথর কাটার যন্ত্র ভেঙে গেছে
নয়া ঠাহর বহরমপুর :উত্তরা খণ্ড এর আটকা পড়া 41 জন শ্রমিক কবে মুক্তি পাবে তা এক্সপার্ট রাও বলতে পারছে না। নতুন করে আবার হায়দরাবাদ থেকে নতুন যন্ত্র আনা হচ্ছে। 41 জন শ্রমিকের শারীরিক অবস্থা খারাপের দিকে যাচ্ছে। তবে পাইপ যোগে গরম খাবার ফল মূল পাঠানো হচ্ছে অক্সিজেন পাঠানো হচ্ছে। সারা দেশ তাকিয়ে আছে। 15 দিন পার হয়ে গেলো tennel আবদ্ধ আছে 41 জন শ্রমিক। কেন্দ্র সেনা বাহিনী কে কাজে মোতায়েন নির্দেশ দিয়েছে








কোন মন্তব্য নেই