Header Ads

আর এস এস প্রচারকে উপাধি প্রদান

আরএসএস প্রচারকে ধ্বনির 'জনিত্র' উপাধি প্রদান 
দিল্লি, নয়া ঠাহর প্রতিবেদন : দুর্গা অষ্টমীর শুভ প্রাক্কালে রাজধানীর বিখ্যাত সাংস্কৃতিক সংস্থা ধ্বনি এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেছিল। অনুষ্ঠানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বরিষ্ঠ প্রচারক রাম সিং জিকে দেশ ও সমাজের প্রতি অতুলনীয় অবদানের জন্য 'জনিত্র' উপাধিতে সম্মানিত করা হয়। 'জনিত্র' শব্দের অর্থ হল -   যারা তাদের শক্তি অন্যের কাছে সঞ্চারিত করেন।
প্রচারক রাম সিং বিগত চার দশকের অধিক সময় ধরে উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জন-জাতীয় গোষ্ঠীর মধ্যে রাষ্ট্রবাদের চেতনার বিকাশের কার্য্যে নিয়োজিত।  
ধ্বনি সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ভাস্বতী মিশ্র সভায় বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতে রাম সিং জিকে সংস্থার তরফ থেকে সম্মানিত করেন। উল্লেখ্য, ভাস্বতী মিশ্র দেশের বিশিষ্ট কথক নৃত্যশিল্পীদের মধ্যে অন্যতম ও একজন প্রখ্যাত নৃত্য গুরু ও কোরিওগ্রাফার। 
ধ্বনি বিগত চার দশক ধরে ধ্রুপদী কত্থক নৃত্য পরিবেশন এবং পারফর্মিং আর্ট শিক্ষার মাধ্যমে দেশে ও বিদেশ সাংস্কৃতিক সাক্ষরতার প্রচারের নিয়োজিত।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.