Header Ads

গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে উপেন ব্রহ্ম র প্রতি মূর্তি বসানোর দাবী মুখ্যমন্ত্রীর কাছে পেশ করলেন বি ডি এফ নেতা প্রদীপ দত্ত রায়


 নয়া ঠাহর  শিলচর 
আসাম বিশ্ববিদ্যালয়ে বোডোফা উপেন ব্রহ্মের স্ট্যাচু স্থাপনের উদ্যোগ নেব, গৌহাটি সহ আসামের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে অবিলম্বে তার স্ট্যাচু স্থাপন করে  শ্রদ্ধা জানাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি - প্রদীপ দত্তরায়।

গতকাল বোড়ো জাতির পিতা বা বোডোফা হিসেবে অভিহিত প্রয়াত উপেন ব্রহ্মের জন্মদিন সারা আসামে ছাত্র দিবস হিসেবে পালিত হয়েছে। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে বৈপ্লবিক অভিনন্দন জানানোর পাশাপাশি গৌহাটি বিশ্ববিদ্যালয় সহ আসামের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে সরকারি তরফে তার প্রতিকৃতি স্থাপন করার আবেদন জানালেন আকসার প্রতিষ্ঠাতা সভাপতি প্রদীপ দত্তরায়।

এক প্রেস বার্তায় প্রদীপ বাবু  উপেন ব্রহ্মের সাথে তাঁর অন্তরঙ্গতার কথা উল্লেখ করতে গিয়ে বলেন যে আসাম বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনের সময় কেন্দ্রীয় সরকারের তথা ইউজিসির পক্ষ থেকে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য এক কোটি জনসংখ্যার ভিত্তি দরকার বলে জানানো হয়। তখন বোরোল্যান্ডের দাবিতে আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিলেন উপেন ব্রহ্ম এবং তাঁদেরও কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের দাবি ছিল। প্রদীপ বাবু বলেন গৌহাটিতে তাঁর সাথে প্রয়াত উপেন ব্রহ্মের আলোচনার পরিপ্রেক্ষিতে তিনি তাদের এই দাবি ছেড়ে দিয়ে বোড়োল্যান্ডের ৪০ লক্ষ জনসংখ্যা সহ আসাম বিশ্ববিদ্যালয়ের দাবিকে সমর্থন করবেন বলে প্রতিশ্রুতি দেন যার বিনিময়ে আকসার তরফে তাকে বোরোল্যান্ডের আন্দোলনকে সমর্থনের প্রতিশ্রুতি দেওয়া হয় । প্রদীপ দত্তরায় বলেন যে এরপর ত্রিপুরা ও মিজোরামের মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা ও এই দুই রাজ্যের বাসিন্দাদের সমন্বয়ে এক কোটি জনসংখ্যার ভিত্তি তৈরি হয়। তাই আসাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ব্যাপারে প্রয়াত উপেন ব্রহ্মের অবদান কখনোই ভোলা যাবে না এবং সেজন্যই বিটিসির সহায়তায় তিনি প্রয়াত এই নেতার নামাঙ্কিত একটি প্রেক্ষাগৃহ ভবন আসাম বিশ্ববিদ্যালয়ে তৈরি করিয়েছেন।

প্রদীপ বাবু এদিন আরো বলেন যে বোরোল্যান্ডে নিয়ে তাকে যে সম্মান জানানো হয়েছিল তা তিনি চিরদিন শ্রদ্ধার সাথে মনে রাখবেন। তিনি এও বলেন যে  সাংবাদিকদের সামনে  কথা দিচ্ছেন যে অনতিবিলম্বে বিটিসির সহায়তায় আসাম বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে বোডোফার একটি প্রতিকৃতি স্থাপনের তিনি উদ্যোগ নেবেন। এবং একই সাথে উপেন ব্রহ্মের স্মৃতি বিজড়িত গৌহাটি বিশ্ববিদ্যালয় সহ আসামের অন্যান্য সমস্ত বিশ্ববিদ্যালয়ে যাতে অনুরূপ ভাবে প্রয়াত এই নেতার প্রতিকৃতি স্থাপনের ব্যাবস্থা করা হয় সেই মর্মে  তিনি মুখ্যমন্ত্রীর কাছে জোরালো আবেদন জানিয়েছেন।

এছাড়া যে স্বপ্ন নিয়ে প্রয়াত উপেন ব্রহ্ম আজীবন লড়াই চালিয়ে গেছেন সেই পৃথক বোড়োল্যান্ডের দাবির বাস্তবায়নের ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রীকে তিনি উদ্যোগ নেবার আবেদন জানিয়েছেন। 

এদিন একই সাথে তিনি বরাকের ভাষা শহিদদের স্বীকৃতি ও ভাষা শহিদ স্টেশন নামকরণের ব্যাপারে অবিলম্বে উদ্যোগ নিতেও মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন।

এক প্রেস বার্তায় আকসার প্রাক্তন সাধারণ সম্পাদক প্রমোদ শ্রীবাস্তব এই খবর জানিয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.