অসমে আবার ওষুধের দাম বাড়ছে , জীবন দায়ী ও ছাড় নেই
নয়া ঠাহর, গুয়াহাটি অসমের প্রায় 800 dispensay র লাইসেন্স নেই। বিনা লাইসেন্সে চলছে বড় লজ্জার কথা. .।সরকার বাধ্য হয়ে বিজ্ঞাপনে অবগত করেছে. ।এর মধ্যে ডাক্তারের মত পবিত্র পেশা আজ রাস্তায় ধুলো তে মিশেছে.।অধিকাংশ দুর্নীতির সঙ্গে সহবাস করছে. গরিব রোগীদের লুটে খাচ্ছে. ।সঙ্গে didpensararir অশিক্ষিত কর্মীরা সঙ্গে আছে. তাতে আবার লাইসেন্স নেই. । স্বাধীনতার 75 বছরের গরীবের চিকিৎসার এই হাল। বলার কেউ নেই. ।সরকার নীরব দর্শক।








কোন মন্তব্য নেই