Header Ads

দেশে দারিদ্র সীমার তলে বাস করে ২৬শতাংশ মানুষ প্রায় ১০০শতাংশের হাতে মবাইল

 অমল গুপ্ত ,গুয়াহাটি:দেশের এই মুহূর্তে  খবর  করলে দেখা যাবে ১০০ কোটি মানুষের হাতে মোবাইল  শিশু থেকে বৃদ্ধ  , সবার হাতে  প্রায়   অপ্রজনিয় বা সেক্স সংক্রান্ত নীল ছবি।বাধা দেবার কেউ নেই।দেশের চরিত্র নষ্ট হয়ে গেছে।এই  মো বাইল এর      আবিস্কার করা প্রধান বিজ্ঞানী মার্টিন কুপার  খুব  ক্রুদ্ধ ,তিনি সম্প্রতি এক সাংবাদিক সন্মেলনে   ক্যালিফোনিয়ার ডেল মারেতে নিজের অফিসে বলেন লোকেরা সারা দিন ফোনের দিকে তাকিয়ে এমন হবে ভাবিনি।৯৪বছর বয়সী  কুপার বলেছেন মন ভেঙে গেছে।১৯৭৩সালের৩এপ্রিলে ফোনটি তিনি আবিষ্কার  করেছিলেন। আগে এই ফোনের ওজন ছিল এক কেজির বেশি মাত্র ২৫ মিনিট কথা বলা যেত।ফেস বুক আরও মারাত্বক ,  ইদানিং   নিয়ন্ত্রণ আছে কিনা সন্দেহ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.