Header Ads

রাহুল কে অযোগ্য ঘোষণা,দেশজুড়ে কংগ্রেস পথে নামছে

অমল  গুপ্ত, ,যোধপুর ,রাজস্থান: রাহুল গান্ধী 2019 সালে  প্রধান মন্ত্রী নরেন্দ্র  মোদিকে চোর বলে অপবাদ  দিয়েছিলেন।তারই  শাস্তি   হিসাবে  গুজরাটের সুরাত  আদালত জেল জরিমানা  র আদেশ দিয়েছেন।ব রাহুল  8 বছর  নির্বাচনে দাঁড়াতে পারবেন  না , মমতার তৃণমূল কংগ্রেস  ,আম আদমি পার্টি সহ সব বিরোধী দল দেশের গণতন্ত্র বিপদে বলে ব্যানার নিয়ে সংসদের সামনে   ধর্ণায়  বসেছিল গতকাল। রাহুল বলেছেন দেশের স্বার্থে লড়াই করছি  যে কোনো মূল্যে করবো আপস করবো না। প্রিয়াঙ্কা  গান্ধী বলেছেন তাদের পরিবার দেশের জন্য রক্ত দিয়েছে।  রাহুল ৮বছর লোকসভার নির্বাচনে দাঁড়াতে পারবেন না। সুরাতের এক আদালতের রায় দেশ জুড়ে  আলোড়ন সৃষ্টি হয়েছে। রাহুল ব্রিটেনে ভারতের    গণতন্ত্র নিয়ে আপত্তিকর কথা বলেছিলেন।বলেছিলেন ভারতে  গণতন্ত্র নেই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.