Header Ads

এপ্রিল মাসে দিল্লী মুখ্যমন্ত্রী র অসম সফর

এপ্রিলে দিল্লির মুখ্যমন্ত্রীর আসাম সফর।

 Debjani patikor: guwahati: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ২ এপ্রিল আসাম সফরে আসবেন। সাথে থাকবেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবন্ত মান। এর সাথে সঙ্গতি রেখে সোনারাম হাই স্কুলের ময়দানে এক বিশাল কর্মী সভার আয়োজন করা হবে। এই সভাতে পাঁচ হাজার আম আদমি পার্টির কর্মীরা অংশগ্রহণ করবেন। এর ইতিমধ্যে আসামে এর প্রস্তুতি চলিয়েছে আম আদমি পার্টির কর্মীরা।
রবিবার রবিবার এর সাথে সঙ্গতি রেখে রবিবার  সভার সূচনা করা হয়। এদিন উপস্থিত থাকেন আপের উত্তর পূর্বের তত্ত্বাবধায়ক রাজেশ শর্মা রাজ্যিক সমন্বয় ভবেন চৌধুরী সাথে অপের  কর্মীরা ও রাজ্যিক নেতাকর্মীরা উপস্থিত থাকেন। তবে অরবিন্দ কেজরিওয়াল অসম সফর নিয়ে  দলের নেতাকর্মীরা উৎফুল্লিত। উত্তর-পূর্বের তত্ত্বাবধায়ক রাজেশ শর্মা বলেন যে রাজনীতিতে পরিবর্তন আসতে চলেছে। বিজেপির কুশাসন বন্ধ করে আপের মূল্যবোধের রাজনীতির প্রতিষ্ঠা হবে বলেই আশাবাদী তারা।
ওদিকে রাহুল গান্ধীর সাংসদ পথ খারিজকে নিয়েও প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আপের উত্তর-পূর্বের তত্ত্বাবধায়ক রাজেশ্ শর্মা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.