Header Ads

দেশ ভুয়া খবরে ভরে গেছে, সত্য খবর চাপা পড়ে গেছে মুখ্য বিচারপতি চন্দ্র চুর এর অভিমত

নয়া ঠাহর ,গুয়াহাটি: দেশে    সোশ্যাল মিডিয়াতে ভুয়ো ও অসত্য খবরে ভরে গেছে আসল বা সত্য খবর চাপা পড়ে  গেছে।  দেশের মুখ্যবিচারপতি   ডি ওয়াই চন্দ্রা চুর  আমেরিকা তে এক অনুষ্ঠানে এই  কথা বলেন।তিনি বলেন মানুষের লোভের মাত্রা বেড়ে গেছে।  দুর্নীতি রোধ করা যাচ্ছে না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.