উত্তর পূর্বাঞ্চলের মানুষ কুকুরের মাংস খায়, অসমের আপত্তি কেন?
নয়া ঠাহর ,গুয়াহাটি :অসম বিধানসভার প্রথম দিন রাজ্যপাল গোলাব চাঁদ কাটারিয়া বাজেট ভাষণ শেষ করতে পারলেন ন মহারাষ্ট্রের জন শক্তি দলের বিধায়ক বাচ্চু কাডু অভিযোগ করেন অসমের মানুষ কুকুর খায় । মহারাষ্ট্রের সব কুকুর অসমে পাঠিয়ে দিলে পথ কুকুরের সমস্যা সমাধান হয়ে যাবে।এই অভিযোগে নিয়ে অসম বিধামসভা প্রথম দিনেই উত্তপ্ত হয়ে উঠে।কংগ্রেস দলের কমল্যাখ্য দে পুরকায়স্থ , রকিবুল হোসেন , অখিল গগৈ প্রমুখ সরব হয়ে উঠেন।সরকার এই ব্যাপারে কোনো ব্যবস্থা না নেওয়ায় বিরোধী দল ওয়াক আউট করে।মন্ত্রী পীযুষ হাজারিকা আশ্বাস দিয়ে বলেন সরকার আগেই প্রতিবাদ করেছে। বিরোধী দের হুলস্থল পরিস্থিতি র মাঝে রাজ্যপাল ২০ মিনিটে ভাষণ শেষ করেন। রাজ্যে এত সমস্যা সামান্য এক কুকুর কোনো সমস্যা নিয়ে আলোচনার সুযোগ দিল না।
কোন মন্তব্য নেই