Header Ads

ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে বসবেন প্রতিমা ভৌমিক না মানিক সাহা !

অমল গুপ্ত  গুয়াহাটি:ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা  শুক্রু বার  রাজ্যপাল সত্য দেব নারায়ণ অর্য্যের হাতে পদ ত্যাগ পত্র তুলে দেন। পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক এর নাম  আসছে। আগামী ৮মার্চ বিশ্ব নারী দিবসে  প্রধানমন্ত্রী র উপস্থিতিতে  প্রতিমা শপথ গ্রহণ করতে পারে।তার একদিন আগে ৭মার্চ এন পি পি দলের প্রধান  কনরাদ সাংমা শপথ নিতে পারেন  সেখানে অসমের মুখ্যমন্ত্রী  হিমন্ত বিশ্ব শর্মা উপস্থিত থাকতে পারেন।সাংমা গতকাল রাজ্যপাল ফাগু   চোহান এর হাতে পদ্ ত্যাগ পত্র তুলে দেন।বিজেপি র  সমর্থনে সরকার গড়বে।শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও উপস্থিত থাকার সম্ভবনা আছে। ভারতের ইতিহাসে এই প্রথম নাগাল্যান্ডে  এই এন ডি পি পি দলের হেখানি জলাখু এবং সাল হও হউথৌ নো ক্রুসে জয় লাভ করেছেন।টিম রাজ্যে১৪জন মহিলা জয় লাভ করেন। ত্রিপুরাতে ৩১জন মহিলা লড়ে ছিলেন জয়লাভ করেন ৯জন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক  সরকার  সি পি এম দল  দল  প্রধান বিরোধী দলের তকমা হারাতে পারেন। এই ভোটে তিন রাজ্যে আঞ্চলিক দল গুলোর আধিপত্য বাড়ছে। তুনমূল ত্রিপুরাতে খাতা খুলতে পারেনি। মুকুল  সাংমা র জন্যে মেঘালয়ে ৫টি আসন পেয়েছে। মুর্শিদাবাদ জেলাতে এবার মুসলিমদের সব ভোট তৃণমূল পাইনি  সাগর দীঘি উপ নির্বাচনে কংগ্রেস দল জয়লাভ করে। মুসলিম ভোটাররা এবার কংগ্রেস দলকে ভোট দিয়েছে।।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.