Header Ads

ত্রিপুরাতে বিজেপি ,নাগাল্যান্ড এন ডি পি পি., ও মেঘলয়ে এন পি পি র জয়লাভ

নয়া ঠাহর গুয়াহাটি; উত্তর পূর্বের তিন  রাজ্যে   তৃণমূল  সুবিধা করতে পারলো না।ত্রিপুরাতে  একটি আসন ও পাইনি। মেঘলয়ে ৫টি আসন পেয়েছে। সেখানে ১৪শতাংশ ভোট পেয়েছে। ত্রিপুরাতে সেই বিজেপি সরকার গড়বে।  মেঘালয়ে এন পি পি পেয়েছে ২৫টি আসন।  কর্নাদ সাংমা আবার সরকার গড়বে। বহরমপুর সাংসদ অধীর চৌধুরী  আবার নিজের গড় থেকে  কংগ্রেস দলকে জিতিয়ে এনে ৫০বছরের রেকর্ড ভাঙল সাগর দীঘি তে।ইতিহাস গড়লো। সেখানে জিতেছে বাই রণ বিশ্বাস। ২৩হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেন। মেঘালয়ে বিজেপি মাত্রা তিনটি আসনে জয়লাভ করে। নতুন উপজাতি সংগঠন তিপ্রা ১২ আসনে জেতে।সিপিএম ১১টি আসন পায়। মানিক সরকারের  চমক ।
 কংগ্রেস মাত্র তিনটি আসন পেয়েছে। নাগাল্যান্ড বিজেপি ১২টি আসন পেয়েছে।এবার সিপিএম কংগ্রেস জোট বেঁধে লড়াই করেছিল।




















কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.