Header Ads

গুয়াহাটি প্রেস ক্লাবের ৫০বছর পূর্তি উপলক্ষ্যে ৫০জন সাংবাদিককে সম্বধনা দেওয়া হল

নয়া ঠাহর ,জয়পুর::গুয়াহাটি প্রেস ক্লাবের ৫০,,বছর উপলক্ষ্যে ৫০জন সাংবাদিককে   সম্বোধনা জানানো হয়।  নয়া ঠাহর এর মুখ্য সম্পাদক অমল গুপ্ত কে সম্বোধনা জানানো হয়।অমল গুপ্ত  রাজস্থানের জয়পুরে থাকার জন্যে নয়া ঠাহর এর সাংবাদিক  পিয়ালী ঘোষ দে   এই সম্বোধনা গ্রহণ করেন।   ট্রফির সঙ্গে  গামছা জাপি  পড়ানো হয়।  এই অনুষ্ঠান   উপলক্ষএ  এক সমবেত সংগীত এ  কন্ঠ দেন ক্লাবের সদস্যরা।  অনুপমা   দাস,পিয়ালী  সহ অন্যানরা     কন্ঠ দেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা  এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েও  যাওয়ার প্রয়োজন বোধ করেননি। উপস্থিত ছিলেন মন্ত্রী পীযুষ হাজারিকা । ক্লাবের সভাপতি  মনোজ  সাধারণ সম্পাদক সঞ্জয় রায় অতিথি অভ্যাগতদের  স্বাগত জানান। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.