আজ বিশ্ব জল দিবস
অমল গুপ্ত,জয়পুর( রাজস্থান):আজ বিশ্ব জল দিবস। জল জীবনের অপর নাম।জল ছাড়া জীবন বাঁচে না। বিশ্বে ক্রমশ পানিও জলের অভাব ঘটছে।বিশ্বে তিন ভাগ সাগর যার জল লবণাক্ত পানীয়ের উপযুক্ত নয়।বিশ্বে ৯৭শতাংশ জল লবণাক্ত মাত্র ৩ ভাগ জল মিষ্টি জল নিয়ে ভাগাভাগি করে কোটি কোটি মানুষ । পরিকল্পনা কমিশন বা নীতি আয়গ এক ভয়ঙ্কর প্রতিবেদন পেশ করেছে।আগামী ,২০৩০,৪০সালের মধ্যে দেশের ৪০শতাংশ মানুষ খাবার জল পাবেনা। ব্যাঙ্গালুরু, চেন্নাই,কলকাতা ,হায়দরাবাদ , মেট্রোপলিটন সিটি র মাটির নিচের জল শেষ হয়ে যাবে। এক ঘটি জল পাবে না।
কোন মন্তব্য নেই