Header Ads

অসমের অনেকে কুকুরের মাংস খান ,দাবি মন্ত্রী অতুল বরার

নয়া ঠাহর গুয়াহাটি:  কুকুরের মাংস খাওয়া  নিয়ে অসম বিধানসভা উত্তাল হয়েছিল।তার রেশ আজ ও আছে। পশু  পালন মন্ত্রি অতুল বরা দাবি করলেন অসমের মানুষ ও কুকুরের মাংস  খান। অসমে  সুকর মুরগি ভিন রাজ্য থেকে আমদানি করার উপর  নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।এই কথা জানিয়ে মন্ত্রী  বরা বলেন   বিভিন্ন রাজ্যে  এ ভিয়ান ইনফ্লুয়েঞ্জা  মহামারী রূপে দেখা গেছে।বলেন গত বছর থেকে  সোয়াইন ফিভার  দেখা গেছে তার ফলে অসমের বহু ক্ষতি হয়েছে। তাই সতর্কতা  দরকার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.