ব্যাপক হারে লোড শেডিং পূর্বাভাস,উষ্ণতা বেড়েই চলেছে
নয়া ঠাহর,গুয়াহাটি: দেশের কয়লা সংকট চরমে , দেশের ৮০শতাংশ বিদ্যুত উৎপাদিত হয় কয়লা নির্ভর । সৌরশক্তি আর জল বিদ্যুত উৎপাদিত হয় মাত্র ২০শতাংশ । বিশ্বের ঠান্ডা মরু অঞ্চলের বরফ দ্রুত গলছে। সমুদ্র উপকূল বর্তী দেশগুলি ডুবে যাওয়ার আশংখা বাড়ছে। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা ডুবে যাবে আশঙ্কার প্রেক্ষিতে তাদের রাজধানী২০০০ ,কিলোমিটার দূর বোর্নিয়া তে নিয়ে তোড়জোড় শুরু হয়েছে।আগামী ১৭অগাস্ট স্বাধীনতা দিবসের দিন থেকে রাজধানী সরানো শুরু হবে। ভারতের সাগর উপকূলীয় অঞ্চল বাংলাদেশ ও হুমকির মুখে পড়েছে ।
কোন মন্তব্য নেই