উত্তরপ্রদেশে যোগী সরকারের বুলডোজারের বলি মা ও মেয়ে ,অসমে বুলডোজার বুরাচাপরির মানুষ দিশাহারা
নয়া ঠাহর ,গুয়াহাটি: উত্তর প্রদেশের কান পুরের মাদুলি গ্রামে বুলডোজার দিয়ে গরিবের ঘর ধ্বংস করার সময় ব্রাহ্মণ পরিবারের প্রমীলা ও নেহা এই মা মেয়ের মৃত্য ঘটে তা নিয়ে জাতীয় রাজনীতি উত্তাল।যোগী সরকার দলিত মুসলিম জনগোষ্ঠীকে টার্গেট করেই বুল ডোজার চালাচ্ছে ।অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও এই নীতি গ্রহণ করে সামলোচ নার পাত্র হয়েছেন।
কোন মন্তব্য নেই