Header Ads

অসমে পকসো আইন অপবাহার করে রাজ্যের সংখ্যা লঘু জনগোষ্ঠীকে হেনস্থা করা হচ্ছে বলে দাবি করেন রিপুন বরা

নয়া ঠাহর গুয়াহাটি :রাজ্যের তৃনমূল সভাপতি রিপুন বরা সাংবাদিক  সাম্মেলনে এই গুরুতর   অভিযোগ করে বলেন আগে থেকে  ব্যবস্থা না নিয়ে সামাজিক  সচেতনতা বৃদ্ধি না করে  রাতারাতি এই সিদ্ধান্ত  মানুষের মানবাধিকার লংঘন করেছে। তিনি দেশের প্রধান বিচারপতি র কাছে এক অভিযোগ ও দাখিল করেছেন বলে জানান। গুয়াহাটি হাই কোর্ট ও বাল্য বিবাহ নিয়ে সরকারের অতি সক্রিয় তার  নিন্দা করেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.