মহারাষ্টের ভিমাসঙ্কর জেলাতে ৬তম জ্যোতিলিঙ্গ আছে,অসমে নয় দাবি এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলের
নয়া ঠাহর ,গুয়াহাটি: অসমের কামরূপ মেট্রো জেলার গুয়াহাটির পামহিরর ডাকিনি পাহাড়ের বনাঞ্চলে থাকা শিব লিঙ্গ কে দেশের দ্বাদশ জ্যোতি লিঙ্গ বলে অসম সরকারের দাবি মহারাষ্ট্র র এন সি পি সাংসদ সুপ্রিয়া সুলে খারিজ করে দিয়েছেন তাঁর অভিযোগ বিজেপি সরকার মহারাষ্ট্রের আধ্যাতিক পবিত্র স্থান ও দখল করতে চাইছে। এখনো মহারাষ্টের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এই অবস্থান স্পষ্ট করেন নি। দেশ জুড়ে বিজ্ঞাপন দিয়ে অসমের বিজেপি সরকার এই দাবি করেন।
কোন মন্তব্য নেই